Global Fire Power Index: সর্বশক্তিমান সেই আমেরিকাই, সামরিক শক্তিতে বিশ্বে কত নম্বরে রয়েছে ভারত?
Military Strength Ranking 2024: আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবথেকে শক্তিধর দেশ হল আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া ও তৃতীয় স্থানে চিন।
ওয়াশিংটন: বিগত দুই বছরে বিশ্ববাসী দুটি যুদ্ধ দেখেছে। ২০২২ সাল থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আর ২০২৩ সালের শেষভাগে এসে প্য়ালেস্তাইনের হামাস জঙ্গি বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইজরায়েল। এই যুদ্ধ আবহে আবারও একবার নিজেকে সর্বশক্তিমান প্রমাণ করল আমেরিকা। বিশ্বের সামরিক শক্তির নিরিখে (Global Military Strength) এক নম্বর জায়গা ধরে রাখল মার্কিন মুলুক (USA)। খুব একটা পিছিয়ে নেই ভারতও (India)। সামরিক শক্তিতে বিশ্বের কত নম্বর স্থানে রয়েছে ভারত, জানেন?
আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবথেকে শক্তিধর দেশ হল আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া ও তৃতীয় স্থানে চিন। ভারত রয়েছে চতুর্থ স্থানে। সেরা দশের তালিকায় রয়েছে পাকিস্তানেরও নাম। সামরিক শক্তির বিচারে নবম শক্তিশালী দেশ হল পাকিস্তান।
গ্লোবাল ফায়ার পাওয়ারে তরফে জানানো হয়েছে, সেনার সংখ্যা, সামরিক অস্ত্র, যুদ্ধবিমান, সাঁজোয়া গাড়ি, সেনার কৌশলগত অবস্থান, ভৌগলিক অবস্থান, এমনকী দেশের আর্থিক অবস্থার মতো ৬০টি বিষয় বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বের মোট ১৪৫টি দেশের মধ্যে এই শক্তির বিচার করা হয়েছে।
বিশ্বের সেরা ১০ শক্তিধর দেশ-
১. আমেরিকা
২. রাশিয়া
৩. চিন
৪. ভারত
৫. দক্ষিণ কোরিয়া
৬. ব্রিটেন
৭. জাপান
৮. তুরস্ক
৯. পাকিস্তান
১০. ইটালি
অন্যদিকে, সবথেকে কম সামরিক শক্তিশালী দেশগুলির তালিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে প্রথম স্থানেই রয়েছে ভারতের পড়শি দেশ ভুটান। বাকি একাধিক ছোট দেশও এই তালিকায় জায়গা করে নিয়েছে।
বিশ্বের সবথেকে কম শক্তিশালী ১০ দেশ-
১. ভুটান
২. মলডোভা
৩. সুরিনেম
৪. সোমালিয়া
৫. বেনিন
৬. লিবেরিয়া
৭. বেলিজ়ে
৮. সিয়েরা লিওনে
৯. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
১০. আইসল্যান্ড