Layoff in Google: ভাল কাজ না করলেই যাবে চাকরি! কর্মীদের সতর্ক করল Google

Layoff in Google: মাইক্রোসফট, মেটা বা টুইটারের মতো এবার কি তবে ছাঁটাই শুরু হচ্ছে গুগলেও! নিয়োগ প্রক্রিয়ায় আগেই রাশ টেনেছে এই সংস্থা।

Layoff in Google: ভাল কাজ না করলেই যাবে চাকরি! কর্মীদের সতর্ক করল Google
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2022 | 6:16 PM

সান ফ্রান্সিসকো : একের পর এক প্রযুক্তি নির্ভর সংস্থা থেকে চাকরি চলে যাচ্ছে বহু কর্মীর। সেই তালিকায় রয়েছে মাইক্রোসফটের মতো বিশ্বের অন্যতম বড় সংস্থাও। সূত্রের খবর, এবার গুগলেও চাকরিতে কোপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্মীদের সতর্ক করা হয়েছে যাতে কাজে আরও বেশি মন দেন তাঁরা। কাজ না করতে পারলে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে সংস্থার তরফে। আগেই গুগলের সিইও সংস্থার কর্মীদের মেল করে জানিয়েছিলেন, নিয়োগের ক্ষেত্রে গতি কমাচ্ছে গুগল। আর এবার কর্মীদের মনে আতঙ্কের ছাপ!

সূত্রের খবর, গুগলের অধীনস্থ সংস্থা ‘আলফাবেট’-এর কর্মীদের মূলত সতর্ক করা হয়েছে। পরবর্তী ত্রৈমাসিকে লাভের হিসেব দেখেই কোনও কড়া পদক্ষেপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিম সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, কর্মীদের বার্তা দেওয়া হয়েছে, কাজ ভাল না করতে পারলে সংস্থা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। চলতি বছরে সংস্থার লাভ যে খুব একটা বেশি হয়নি, তেমনটাই জানা যাচ্ছে।

জানা গিয়েছে, এপ্রিল থেকে জুন- এই ত্রৈমাসিকে যা লাভ আশা করা হয়েছিল, আদতে সংস্থার ঘরে এসেছে তার থেকে অনেকটাই কম। গত বছর এই এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে রেভিনিউ এসেছিল ৬২ শতাংশ। সেটাই এ বছর কমে হয়েছে ১৩ শতাংশ।

সপ্তাহ খানেক আগেই মাইক্রোসফটের একটি প্রজেক্ট থেকে ২০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সেটাই প্রথম নয়, গত জুলাই মাসে ১৮০০ জনের চাকরি চলে গিয়েছে ওই সংস্থা থেকে। শুধু তাই নয়, লিংকড ইন, মেটা, ওরাকল, টুইটার, উবার, ইনটেলের মতো একাধিক সংস্থা থেকে বহু কর্মীর চাকরি গিয়েছে। গোটা বিশ্বের আর্থিক পরিস্থিতির কারণেই এ ভাবে চাকরি যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।