Gorgosaurus: ৭৭ মিলিয়ন বছর পুরনো ডাইনোসরের কঙ্কাল উঠবে নিলামে, কিনতে কত খরচ জানেন?

Dinosaur Skeleton: জর্জোসরাস পৃথিবীতে বাস করত প্রায় ৭৭ মিলিয়ন বছর আগে। যে জর্জোসরাসের যে কঙ্কালটি নিলামে তোলা হবে, তার উচ্চতা প্রায় ১০ ফুট এবং লম্বায় তা প্রায় ২২ ফুট। বিজ্ঞানীরা মনে করেন, এই ধরনের ডাইনোসরের ওজন হত ২ টনের কাছাকাছি।

Gorgosaurus: ৭৭ মিলিয়ন বছর পুরনো ডাইনোসরের কঙ্কাল উঠবে নিলামে, কিনতে কত খরচ জানেন?
নিলামে উঠবে এই কঙ্কাল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 1:29 PM

নিউ ইয়র্ক: জর্জোসরাস প্রজাতির ডাইনোসরের কঙ্কাল নিলামে উঠতে চলেছে এ মাসেই। এই প্রজাতির ডাইনোসরের কঙ্কালের নিলাম হচ্ছে এই প্রথম বার। আগামী ২৮ জুলাই আমেরিকার নিউ ইয়র্কে হবে সেই নিলাম। মনে করা হচ্ছে, সেই কঙ্কালের দাম উঠতে পারে ৫০ থেকে ৮০ লক্ষ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৪০ কোটি টাকারও বেশি। বর্তমানে ওই কঙ্কাল রাখা হয়েছে নিউ ইয়র্কের একটি গ্যালারিতে। ২১ জুলাই অবধি সেখানেই রাখা থাকবে ওই কঙ্কাল।

জর্জোসরাস পৃথিবীতে বাস করত প্রায় ৭৭ মিলিয়ন বছর আগে। যে জর্জোসরাসের যে কঙ্কালটি নিলামে তোলা হবে, তার উচ্চতা প্রায় ১০ ফুট এবং লম্বায় তা প্রায় ২২ ফুট। বিজ্ঞানীরা মনে করেন, এই ধরনের ডাইনোসরের ওজন হত ২ টনের কাছাকাছি। টাইরানোসরাস রেক্স (টি রেক্স) প্রজাতির আত্মীয় মনে করা হয় জর্জোসরাস প্রজাতিকে। কিন্তু টাইরানোসরাসের থেকে এদের চলার গতি অনেক বেশি। এমনকি জর্জোসরাস অনেক বেশি হিংস্র ছিল বলে মনে করেন বিজ্ঞানীরা। এদের কামড়ের জোর পৃথিবীর বুকে জন্ম নেওয়া যে কোনও প্রাণীর থেকে সব থেকে বেশি বলে ধারণা বিজ্ঞানী। জর্জোসরাস প্রজাতির ডাইনোসরের কামড়কে পদার্থ বিজ্ঞানের বলের একক মাপলে তা প্রায় ৪২ হাজার নিউটনের সমান।

gorgosaurus

জর্জোসরাসের দাঁত

জর্জোসরাস ডাইনোসরের যে কঙ্কালটি নিলামে উঠবে, সেটি উদ্ধার হয়েছিল জুদিথ নদীর কাছে। ২০১৮ সালে মোন্তানা প্রদেশের হাভরের কাছে পাওয়া গিয়েছিল এটিকে। এইল প্রজাতির ডাইনোসরের কঙ্কাল এই প্রথম বার বিক্রি হতে চলেছে বলে জানা গিয়েছে। এর আগে এই প্রজাতির ডাইনোসরের যে সব নিদর্শন পাওয়া গিয়েছে, তা অধিকাংশই বিভিন্ন মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।

১৯৯৭ সালে এই মিউজিয়াম থেকে বিক্রি হয়েছিল টি রেক্স ডাইনোসর। ৮৩ লক্ষ ৬০ হাজার ডলারে তা বিক্রি হয়েছিল। ২০২০ সালে টি রেক্সের কঙ্কাল বিক্রি হয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলারে। এটিই এখনও অবধি সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনও ডাইনোসরের কঙ্কাল। জর্জোসরাস সেই রেকর্ড ভাঙতে পারে কি না, সেটাই এখন দেখার।