Bizarre: বৃদ্ধার সমাধিতে সাড়ে পাঁচ ফুটের পুরুষ যৌনাঙ্গ! অবাক স্থানীয়রা
Mexico: ইসিদ্রো লাভয়েগনেট নামের এক ইঞ্জিনিয়ার তৈরি করেছেন পুরুষ যৌনাঙ্গের প্রতিকৃতি।
মেক্সিকো সিটি: মৃত্যুর আগে অনেকেই পরিবারের লোকেদের কাছে নিজের শেষ ইচ্ছার কথা জানান। মৃতের প্রতি শ্রদ্ধা জানাতে পরিবারের লোকেরা আপ্রাণ চেষ্টা করেন সেই ইচ্ছাপূরণের। সে রকমই এক বৃদ্ধার মৃত্য়ুর পর তাঁর শেষ ইচ্ছা পূরণ করেছেন তাঁর নাতি-নাতনিরা। বৃদ্ধার শেষ ইচ্ছা দেখে অবাক হয়েছেন স্থানীয়রা।
মেকিক্সোর বাসিন্দা ক্যাটারিনা অরদুনা পেরেজ। ২০২১ সালের ২০ জানুয়ারি মারা গিয়েছেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। মেক্সিকোর মিসান্তলা শহরের থাকতেন তিনি। মৃত্যুর পর সেখানকার কবরস্থানেই সমাধিস্থ করা হয়েছে তাঁকে। সেখানেই রয়েছে তাঁর সমাধি। ওই মহিলার তাঁর নাতি-নাতনিদের জানিয়েছিলেন, মৃত্যুর পর তাঁর সমাধির উপর যেন পুরুষের যৌনাঙ্গ লাগানো হয়। পেরেজের পরিবারের লোকেরা সম্প্রতি সেই ইচ্ছা পূরণ করেছেন। পেরেজের সমাধির উপর বসানো হয়েছে বিশালাকার একটি পুরুষ যৌনাঙ্গ। সেটি লম্বায় প্রায় সাড়ে পাঁচ ফুট। ওজন প্রায় ৬০০ পাউন্ড। পুরুষাঙ্গের সেই প্রতিকৃতি পেরেজের সমাধির উপর বসানো হয়েছে।
ঘটনা নিয়ে পেরেজের নাতি আলভারো মোতা লিমন এক আন্তর্জাতির সংবাদমাধ্যমকে বলেছেন, “আমার ঠাকুমা খুবই মুক্তমনা ছিলেন। সাধারণত আর পাঁচ মেক্সিকানের মতো লুকিয়ে রাখা পছন্দ করতেন না। পেনিসের প্রতি আমার ঠাকুমার এক অন্য অনুভূতি ছিল। তিনি আমাদের বলেছিলেন তাঁর সমাধিক উপর পুরুষাঙ্গের প্রতিকৃতি তৈরির কথা। সেই মতো আমরা তা করেছি।” পেরেজের চিন্তা ভাবনা নিয়ে তাঁর নাতি বলেছেন, “আমার ঠাকুমা মনে করতেন সংসার আসলে পেনিসের মতো। সমস্যা দেখা দিলেও হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বরং তাঁর মুখোমুখি হওয়া উচিত।”
ইসিদ্রো লাভয়েগনেট নামের এক ইঞ্জিনিয়ার তৈরি করেছেন পুরুষ যৌনাঙ্গের প্রতিকৃতি। বিষয়টি নিয়ে তিনি বলেছেন, “আমাকে প্রথম যখন এ রকম প্রতিকৃতি তৈরির কথা বলল, আমি ভেবেছিলাম মজা করছে। কিন্তু পরে তাঁরা বৃদ্ধার শেষ ইচ্ছার কথা জানান। আমার দলের ১২ জন সদস্য এক মাসে এটি তৈরি করেছেন।”