Russia Ukraine War : ইউক্রেনে রাশিয়ার হামলা ‘রোমাঞ্চকর’, ইমরানের বক্তব্য ঘিরে সমালোচনার ঝড়
Russia Ukraine Crisis : বৃহস্পতিবার সকালে ইউক্রেনে যুদ্ধের ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই যুদ্ধ পরিস্থিতিকে 'রোমাঞ্চকর' বলে আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যে হতবাক নেটিজেনরা।
মস্কো : বৃহস্পতিবার সকালে ইউক্রেনে যুদ্ধের ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই যুদ্ধ পরিস্থিতিকে ‘রোমাঞ্চকর’ বলে আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যে হতবাক নেটিজেনরা। যুদ্ধ কি আদৌ রোমাঞ্চকর প্রশ্ন উঠছে পাক প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে। পাক প্রধানমন্ত্রী দুই দিনের জন্য সফরে গিয়েছেন। পুতিনের ইউক্রেনে যুদ্ধ ঘোষণার আগে গতকাল রাতেই তিনি মস্কোতে পৌঁছেছেন। ইতিমধ্যেই ইমরান খানের একটি ভিডিয়ো সামনে এসেছে। তিনি মস্কোতে অবতীর্ণ হওয়ার পরই ওই ভিডিয়োটি করা। মস্কোতে ইমকরান খানকে স্বাগত জানানোর জন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি তাঁদের সঙ্গে বার্তালাপ করার সময় বলেছেন, “আমি কী সময়ে এলাম! কত উত্তেজনা।” রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ইগর মর্গুলভ বিমানবন্দরে ইমরান খানকে স্বাগত জানান। সেখানে তাঁকে গার্ড অফ অনারও দেওয়া হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এই সফর ভালো চোখে দেখেননি আন্তর্জাতিক মহলের একাংশ। আমেরিকার তরফে ইমরান খানকে জোর কটাক্ষ করা হয়েছে। বাইডেন প্রশাসন জানিয়েছে তারা আশা করছে পাক প্রধানমন্ত্রী রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। কিন্তু পাক প্রধানমন্ত্রী এই যুদ্ধকে ‘রোমাঞ্চকর’ বলে তকমা দিলেন। তিনি আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ণ ভোজের কথাও ছিল তাঁর। পাক প্রধানমন্ত্রী মাল্টি-বিলিয়ন-ডলার গ্যাস পাইপলাইন গঠন নিয়ে বৈঠক করার কথা ছিল। তবে বৃহস্পতিবার উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ইমরান খান তাঁর নির্ধারিত বৈঠকের আগেই তার সফর শেষ করেছেন বলে জানা গিয়েছে। এই সফরটি এক মাসেরও বেশি আগে পরিকল্পনা করা হয়েছিল এবং ২০ বছরেরও বেশি সময় পর পাকিস্তানি নেতার এটিই প্রথম মস্কো সফর।
তবে প্রাক প্রধানমন্ত্রীর এই সফরের তীব্র কটাক্ষ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে যে, এটা প্রতিটি দেশের দায়িত্ব রাশিয়ার বিরুদ্ধে সরব হওয়া। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরোধিতায় সরব হওয়া উচিত প্রতিটি দেশের। একটি প্রেস বিজ্ঞপ্তির সময় পাক প্রধানমন্ত্রীর মস্কো সফর নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইসকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “আমরা পাকিস্তানকে রাশিয়ার ইউক্রেনে নতুন করে আগ্রাসনের বিষয়ে আমাদের অবস্থান জানিয়েছি এবং আমরা তাদের যুদ্ধের বিষয়ে কূটনীতি অনুসরণ করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা সম্পর্কে জানিয়েছি।”
প্রসঙ্গত, ইউক্রেনে একের পর এক বিস্ফেরণ হয়েছে। এখনও পর্যন্ত রাশিয়া ইউক্রেন দুই পক্ষ মিলিয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৫০ এর বেশি মানুষ। ইউক্রেনে রাশিয়ার এই হামলাকেই ‘রোমাঞ্চকর’ বলে আখ্যা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। এই মন্তব্যে বহু সমালোচনা কুড়িয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে মিলেছে হুঁশিয়ারিও।