Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akash Deep: লখনউয়ের জয়ের দীপ জ্বালাতে চান আকাশ দীপ, মুম্বই ম্যাচের আগে বললেন…

LSG vs MI, IPL 2025: লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ, শুক্রবার মুখোমুখি হবেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ারা। সেখানে কি একাদশে দেখা যাবে আকাশ দীপকে?

Akash Deep: লখনউয়ের জয়ের দীপ জ্বালাতে চান আকাশ দীপ, মুম্বই ম্যাচের আগে বললেন...
লখনউয়ের জয়ের দীপ জ্বালাতে চান আকাশ দীপ, মুম্বই ম্যাচের আগে বললেন...
Follow Us:
| Updated on: Apr 04, 2025 | 1:44 PM

কলকাতা: ঘরের মাঠে লখনউ শিবির জয়ের হাসি হাসতে পারবে? শুক্র-রাতে সুপার জায়ান্টসদের সামনে আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আগে লখনউ শিবিরে খুশির হাওয়া। কারণ সুস্থ হয়ে টিমে ফিরেছেন বাংলা তথা ভারতীয় টিমের তারকা পেসার আকাশ দীপ (Akash Deep)। আইপিএলের (IPL) মঞ্চে তিনি নতুন নন। কিন্তু লখনউ সুপার জায়ান্টসে তিনি নতুন। ঋষভ পন্থরা এ বারের আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচ খেলেছেন। তাতে জয় ১টি, হার ২টি। মুম্বই ম্যাচে লখনউ জার্সিতে ডেবিউয়ের আশআ করছেন আকাশ দীপ। কেমন আছেন তিনি? জানিয়েছেন নিজেই।

আকাশ দীপ বৃহস্পতিবার রাতে লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দেন। অপেক্ষা করছেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একানায় খেলার। অস্ট্রেলিয়ায় হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির সময় পিঠে চোট পেয়েছিলেন আকাশ দীপ। সিরিজের শেষ টেস্টে যে কারণে খেলতে পারেননি। সেই তখন থেকে মাঠের বাইরে ছিলেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্ব কাটানোর পর ২৮ বছরের আকাশ দীপ এখন সুস্থ। নিজেই জানিয়েছেন, তিনি ১০০ শতাংশ ফিট।

হার্দিকদের বিরুদ্ধে খেলতে চান আকাশ দীপ। তিনি বলেন, “আমি তৈরি। খেলার জন্য মুখিয়ে রয়েছি। আমি ১০০ শতাংশ ফিট। একটি প্র্যাক্টিস ম্যাচ খেলেছি। ক্রিকেটে যখন দুই-তিন মাসের বিরতি হয়ে যায়, তারপর যতই অনুশীলন করি না কেন, যতক্ষণ না একটা ম্যাচ খেলব, আত্মবিশ্বাসটা ফিরে পাব না। আমার মনে হচ্ছে, প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্রিকেটে পারফরম্যান্স তো আমাদের হাতে থাকে না।”

এই খবরটিও পড়ুন

এ বার দেখার একানায় শুক্র-রাতে লখনউয়ের জার্সিতে আকাশ দীপের অভিষেক হয় কিনা। আর তা যদি হয়, তা হলে তিনি নতুন দলে কেমন খেলেন সেটাই দেখার। উল্লেখ্য, আইপিএলের গত মরসুমে মাত্র একটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন। আরসিবির হয়ে সব মিলিয়ে আটটি ম্যাচ খেলেছিলেন আকাশ দীপ।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।