Kuwait’s Emir Sheikh Nawaf: প্রয়াত কুয়েতের আমির শেখ নওয়াফ, আজ ভারতে রাষ্ট্রীয় শোক

Kuwait's Emir Sheikh Nawaf died: প্রয়াত কুয়েতের আমির, নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। বয়স হয়েছিল ৮৬ বছর। কুয়েতের আমিরের প্রয়াণে, রবিবার একদিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।

Kuwait's Emir Sheikh Nawaf: প্রয়াত কুয়েতের আমির শেখ নওয়াফ, আজ ভারতে রাষ্ট্রীয় শোক
প্রয়াত কুয়েতের আমির, নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ (ফাইল ছবি)Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 7:12 AM

কুয়েত সিটি: প্রয়াত কুয়েতের আমির, নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। সেই দেশএর সরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১৬ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 86 বছর। আমিরের মৃত্যুর কারণ, কুয়েতের রপক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে, চলতি বছরের নভেম্বরের শেষে স্বাস্থ্য গত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, তাঁর ঠিক কী হয়েছিল, তা জানা যায়নি। সেই সময় থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিল। এদিকে, কুয়েতের আমিরের প্রয়াণে, রবিবার একদিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার এবং সরকারি সমস্ত বিনোদনমূলত অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, “২০২৩-এর ১৬ ডিসেম্বর, কুয়েতের আমির মহামান্য শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ-র প্রয়াণ ঘটেছে। প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে, ১৭ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক পলন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শোক দিবসে, ভারত জুড়ে সমস্ত ভবনগুলিতে, যেখানে যখানে জাতীয় পতাকা নিয়মিত ওড়ে, সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সেদিন কোনও সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।” এর আগে, কাতারের সরকারি টেলিভিশন চ্যানেলে কাতারের এক মন্ত্রী, শেখ মহম্মদ আবদুল্লাহ আল সাবাহ বলেন, “কুয়েতের জনগণ, আরব এবং ইসলামিক দেশ এবং বিশ্বের অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশের জনগণকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ-র প্রয়াণ ঘটেছে। তিনি আজ ঈশ্বরের কাছে চলে গিয়েছেন।”

১৯৩৭ সালে জন্মেছিলেন শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। শেখ নওয়াফ ছিলেন শেখ আহমদ আল-জাবের আল-সাবাহ-র পঞ্চম পুত্র। ১৯২১ থেকে ১৯৫০ সাল পর্যন্ত শেখ আহমদই কুয়েতের আমির ছিলেন। মাত্র ২৫ বছর বয়সে কুয়েতের হাওয়ালি প্রদেশের শাসক হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন শেখ নওয়াফ। ১৯৭৮-এ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। ২০০৬ সালে কুয়েতের তৎকালীন আমির তথা শেখ নওয়াফের সৎ ভাই শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ তাঁকে কুয়েতের ‘ক্রাউন প্রিন্স’ অর্থাৎ পরবর্তী শাসক হিসেবে মনোনীত করেছিলেন। ২০২০-র সেপ্টেম্বরে, ৯১ বছর বয়সে মৃত্যু হয়েছিল শেখ সাবাহ-র। তারপরই, কুয়েতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ নওয়াফ। শেখ নওয়াফ তাঁর পরবর্তী আমির হিসেবে তাঁর আরেক সৎ ভাই শেখ মিশাল আল-আহমদ আল-সাবাহ-কে মনোনীত করে গিয়েছেন। ৮৩ বছর বয়সী শেখ মিশাল বর্তমানে শেখ নওয়াফের ডেপুটি হিসেবে কাজ করছিলেন।