Gaza−Israel conflict: স্ত্রী না দেশ! যুদ্ধে যাওয়ার ডাক আসতেই ‘নিজের ধর্ম’ বাছলেন সাংবাদিক

Israel-Hamas war: হামাস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য ইজরায়েল সরকারের তরফে চিঠি পেয়েছেন সাংবাদিক হানানিয়া নাফতালি। যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে স্ত্রী ইন্ডিয়া নাফতালিকে আলিঙ্গন জানিয়ে গুড বাই জানাচ্ছেন। সেই মুহূর্তের ছবি ও বৃত্তান্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নাফতালি। যা নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে।

Gaza−Israel conflict: স্ত্রী না দেশ! যুদ্ধে যাওয়ার ডাক আসতেই 'নিজের ধর্ম' বাছলেন সাংবাদিক
যুদ্ধে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলিঙ্গন ইজারায়েলি সাংবাদিকের।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 1:13 PM

জেরুজালেম: দেশের আগে কেউ নয়। নিজের জীবনও তুচ্ছ। এটা কেবল বইয়ের কথা নয়, যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলের নাগরিকদের (Israeli citizens) কার্যত এমনই অবস্থা। যুদ্ধ শুরু হয়েছে। হামাস (Hamas) বাহিনীর গোলা-রকেট বর্ষণে কার্যত বিধ্বস্ত ইজরায়েল। এই পরিস্থিতিতে হামাস বাহিনীকে প্রতিহত করতে যুদ্ধক্ষেত্রে সহায়তার জন্য নাগরিকদের কাছে আবেদন জানিয়েছে ইজরায়েল সরকার। বাদ যাননি সাংবাদিকেরাও। এরকমই এক তলব পেয়ে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে আবেগাপ্লুত পোস্ট করেছেন ইজরায়েলের এক খ্যাতনামা সাংবাদিক (Israeli journalist) হানানিয়া নাফতালি।

সম্প্রতি হামাস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য ইজরায়েল সরকারের তরফে চিঠি পেয়েছেন সাংবাদিক হানানিয়া নাফতালি। যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে স্ত্রী ইন্ডিয়া নাফতালিকে আলিঙ্গন জানিয়ে গুড বাই জানাচ্ছেন। সেই মুহূর্তের ছবি ও বৃত্তান্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নাফতালি। যা নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে।

স্ত্রীর সঙ্গে আলিঙ্গনের মুহূর্তের ছবি X হ্যান্ডেলে পোস্ট করে তার শিরোনামে নাফতালি লিখেছেন, “আমার দেশ ইজরায়েলকে রক্ষা করতে যাওয়ার জন্য আমি চিঠি পেয়েছি। আমি আমার স্ত্রীকে গুড বাই বলেছি। আমার স্ত্রী আমাকে রক্ষা করার জন্য ঈশ্বরের আশীর্বাদ ও সুরক্ষা পাঠিয়েছেন। এখন থেকে সে-ই (স্ত্রী) আমার তরফে আমার সোশ্যাল মিডিয়ায় দেখভাল করবে এবং পোস্ট করবে।”

হানানিয়া নাফতালির স্ত্রী ইন্ডিয়া নাফতালিও ইজরায়েলের সাংবাদিক। তিনি স্বামীর পোস্টটি পাল্টা শেয়ার করেছেন এবং যুদ্ধক্ষেত্রে সামিল হওয়া তাঁর স্বামীর জন্য সকলকে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন।

যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরেও একটি ভিডিয়ো পোস্ট করেছেন হানানিয়া নাফতালি। সেই ভিডিয়োতে তিনি বলছেন, “যুদ্ধক্ষেত্রে তাঁকে মোতায়েন করার কারণ কেবল দেশের সীমান্ত রক্ষা করা নয়, বরং নিজের বাড়ি এবং পরিবারকে রক্ষা করার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে তাঁকে।”