China on Israel-Palestine War: ‘আত্মরক্ষার সীমা ছাড়িয়েছে’, গাজায় ইজরায়েলি আক্রমণ নিয়ে প্রতিক্রিয়া চিনের
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই রবিবার ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের বিষয়ে বিবৃতি দিয়েছে। তিনি বলেছেন, “পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ রকম পদক্ষেপ কোনও পক্ষেরই করা উচিত নয়। এবং শীঘ্রই আলোচনার টেবিলে বসা উচিত।” সেই প্রসঙ্গেই আত্মরক্ষার পর্যায় ইজরায়েল ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছে চিন।
বেজিং: গাজা স্ট্রিপ থেকে হামাসের রকেট হামলার পর আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণের ঘোষণা করেছিল ইজরায়েল। এর পর আমেরিকা এবং ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন করেছিল। সকলেই জানিয়েছিল, আত্মরক্ষার অধিকার করেছে ইজরায়েলের। ঠিক এই পরিস্থিতিতে কোন পক্ষই নেয়নি চিন ও রাশিয়া। তাঁরা যুদ্ধ না করার আবেদন জানালেও মুখে কিছুটা কুলুপ এঁটেছিল। ইতিমধ্যে বেশ কয়েক দিন পেরিয়েছে। গাজা স্ট্রিপে আকাশ পথে ভয়াবহ হামলা চালাচ্ছে ইজারায়েল সেনা। স্থলপথে গাজায় ঢুকে হামলা চালানোর প্রস্তুতিও সেরে ফেলেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। এই সময়ই মধ্যপ্রাচ্যের এই দ্বন্দ্ব নিয়ে মুখ খুলল চিন। চিনের বিদেশমন্ত্রী মনে করছেন, ইজরায়েল বাহিনীর আক্রমণ আত্মরক্ষার সীমা ছাড়িয়েছে।
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই রবিবার ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের বিষয়ে বিবৃতি দিয়েছে। তিনি বলেছেন, “পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ রকম পদক্ষেপ কোনও পক্ষেরই করা উচিত নয়। এবং শীঘ্রই আলোচনার টেবিলে বসা উচিত।” সেই প্রসঙ্গেই আত্মরক্ষার পর্যায় ইজরায়েল ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছে চিন।
ইজরায়েল এবং প্যালেস্তাইন দ্বন্দ্বে সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফৈজল বিন ফারহাদের সঙ্গেও কথা বলেছেন ওয়াং। এমনকি পরের সপ্তাহে চিনের দূত মধ্য প্রাচ্যে যাবেন বলেও চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। চিন মনে করছে, দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব, তা দুই দেশের মধ্যেই আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে। যদিও হামাসের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বের বিষয়ে চিনের অবস্থানে মোটেই খুশি নয় ইজরায়েল। চিন সরাসরি হামাসের আক্রমণের নিন্দা করেনি। যা নিয়ে সমালোচনা করেছে ইজরায়েল।