Japan: ১৫ মাসে এই প্রথমবার, জাপানে দৈনিক করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা শূন্য

covid19 at japan, জাপান প্রশাসন সূত্রে খবর, এই বছর শীতকালে জাপানে আবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। সেই কথা মাথায় রেখেই আগামী মাস থেকেই জাপানের নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ় (Booster Dose) দেওয়ার পরিকল্পনা করছে প্রশাসন।

Japan: ১৫ মাসে এই প্রথমবার, জাপানে দৈনিক করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা শূন্য
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2021 | 12:51 PM

টোকিও: রবিবার, এক বছরেরও পর জাপানে (Japan) করোনা আক্রান্ত (Covid infected) হয়ে মৃত্যুর সংখ্যা শূন্য। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বলা বাহুল্য, এই খবর নিঃসন্দেহে জাপানের জন্য স্বস্তির। রবিবারের আগে ২০২০ সালের ২ অগাস্ট থেকে এমন একটি দিনও যায়নি যেখানে করোনার কারণে কেউ মারা যাননি। এমনটাই দাবি জাতীয় সম্পচারকারী সংস্থা এনএইচকের (NHK)। জাপানের স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry, Japan) থেকে পাওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে শেষবারের জন্য শনিবার করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। রবিবার জাপানে মারাত্মক ভাইরাসের মোট ১৬২ টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। দেশব্যাপী করোনায় গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ১০০। শনিবারের তুলনায় এই পরিসংখ্যান বৃদ্ধি পায়নি।

দেশের ৭০ শতাংশ মানুষকে করোনা টিকা (covid vaccination) দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়ার পর থেকে অদ্ভূতভাবে জাপানে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে। জাপানে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের (Delta Variant) মারাত্মক প্রভাব পড়েছিল। অগাস্টে দৈনিক করোনা আক্রান্তে সংখ্যা ২৫ হাজারে পৌঁছে গিয়েছিল। করোনা অতিমারি (Covid Pandemic) শুরু হওয়ার পর থেকে এখনও অবধি সেই রোগে আক্রান্ত হয়ে ১৮ হাজার জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন Fisherman killed by Pakistan Force: বুঝতে পারেননি জলসীমা, এলোপাথাড়ি গুলি চালিয়ে ভারতীয় মৎসজীবীকে খুন করল পাক বাহিনী

জাপান প্রশাসন সূত্রে খবর, এই বছর শীতকালে জাপানে আবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। সেই কথা মাথায় রেখেই আগামী মাস থেকেই জাপানের নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ় (Booster Dose) দেওয়ার পরিকল্পনা করছে প্রশাসন। জানা গিয়েছে যেসব করোনা আক্রান্তের সংক্রমণের মাত্রা তূলনামূলকভাবে কম তাদের ক্ষেত্রে ওষুধ ভিত্তিক চিকিৎসা করার পরিকল্পনা করেছে সরকার। কারণ যাদের সংক্রমণের মাত্রা কম তারা হাসপাতালে ভর্তি হলে গুরুতর রোগীদের ক্ষেত্রে হাসপাতালে বেড পেতে অথবা চিকিৎসার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম প্রক্রিয়ায় ফিউমিও কিশিদা (Fumio Kishida ) জানিয়েছিলেন , দেশ থেকে করোনা সংক্রমণের মাত্রা কমানোই তাঁর প্রধান লক্ষ্য। করোনা সংক্রমণ কমাতে সব ধরনের পদক্ষেপ করবে তাঁর সরকার, জানিয়েছিলেন কিশিদা। সেই লক্ষ্যে অনেকটাই সফল তিনি, এমনটাই মনে করা হচ্ছে। তবে আগামী দিনে জাপানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার যে সম্ভাবনা রয়েছে তা রুখতে জাপান প্রশাসন কী পদক্ষেপ করে সেদিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন কোন অজানা কারণে খোলা হয় না বিশ্বের এই পাঁচটি দরজা, তালিকায় রয়েছে ভারতের দুটি দরজাও