Pakistan General Election: পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিন পরিবর্তিত, নতুন তারিখ জানালেন প্রেসিডেন্ট
Pak President: সুপ্রিম কোর্টের নির্দেশেই নির্বাচনের দিন নিয়ে এদিন বিকালে প্রেসিডেন্ট আরিফ আলফির সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। মুখ্য নির্বাচনী কমিশনার সিকান্দর সুলতান রাজা, অ্যার্টনি জেনারেল মনসুর উসমান-সহ নির্বাচন কমিশনের ৪ সদস্য প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরই নির্বাচনের নতুন দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।
ইসলামাবাদ: পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিন নিয়ে টালবাহানা অব্যাহত। এবার নির্বাচনের দিন পরিবর্তিত হল। ১১ ফেব্রুয়ারি নয়, পাকিস্তানের সাধারণ নির্বাচন (Pakistan General Election) হবে আগামী ৮ ফেব্রুয়ারি। পাক প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে বৈঠকের পরই নির্বাচনের নতুন দিন ঘোষণা করল পাকিস্তানের নির্বাচন কমিশন (ECP)।
পাকিস্তানের সাধারণ নির্বাচন ১১ জানুয়ারি হবে বলে বৃহস্পতিবার প্রথমে সুপ্রিম কোর্টে জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশেই নির্বাচনের দিন নিয়ে এদিন বিকালে প্রেসিডেন্ট আরিফ আলফির সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। মুখ্য নির্বাচনী কমিশনার সিকান্দর সুলতান রাজা, অ্যার্টনি জেনারেল মনসুর উসমান-সহ নির্বাচন কমিশনের ৪ সদস্য প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। প্রায় ঘণ্টা খানেক বৈঠক চলে। সেই বৈঠকের পরই নির্বাচনের নতুন দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।
প্রেসিডেন্ট অফিসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনের (ECP) ভোট প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত শুনেছেন প্রেসিডেন্ট। আসন পুনর্বিন্যাসের কাজ দেরি হওয়ার বিষয়টিও শুনেছেন তিনি। দীর্ঘ আলোচনার পরই সাধারণ নির্বাচন ৮ ফেব্রুয়ারি, ২০২৪ করার ব্যাপারে সম্মত হয়েছে দু-পক্ষ।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে সাধারণ নির্বাচন হবে বলে গত মাসে ঘোষণা করেছিল পাক নির্বাচন কমিশন। ৩০ নভেম্বরের মধ্যেই আসন পূনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু, আসন পূনর্বিন্যাসের কাজে দেরি হয়েছে। ফলে নির্বাচনের দিনও পিছিয়ে দেওয়া হল।