Pakistan Election 2024 Result Live: ২৬ বুথে আবার ভোট, ৪০ ঘণ্টা পরও আটকে পাকিস্তানের ফল
Pakistan Election 2024 Result Live: শুক্রবার ভোরে প্রথম ফল প্রকাশ করে পাক নির্বাচন কমিশন। তারপর থেকে এক এক করে পাকিস্তানর বিভিন্ন আসনের ভোটের ফল সামনে আসছে। ৯০টির বেশি আসনে এগিয়ে রয়েছেন ইমরান খান সমর্থিত নির্দল প্রার্থীরা।
ইসলামাবাদ: বৃহস্পতিবার ভোটগ্রহণের পরই শুরু হয়ে গিয়েছিল পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা। তবে, রাতে গণনা প্রক্রিয়ায় বেশ দেরি হয়েছে। শুক্রবার ভোরে প্রথম ফল প্রকাশ করে পাক নির্বাচন কমিশন। তারপর থেকে এক এক করে পাকিস্তানর বিভিন্ন আসনের ভোটের ফল সামনে আসছে। ৩৩৬ আসনের পাক সংসদে ২৬৬ জন প্রার্থী সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। বাকি ৭০টি আসন সংরক্ষিত। এর মধ্যে, ৬০টি মহিলাদের জন্য এবং ১০টি অমুসলিমদের জন্য সংরক্ষিত। বিধানসভায় প্রতিটি দলের প্রতিনিধিত্বের ভিত্তিতে এই আসনগুলি বরাদ্দ করা হয়। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ন্যূনতম ১৩৩টি আসন প্রয়োজন। আর গণনার শুরুতে এই বিষয়ে অনেক এগিয়ে ছিল ইমরান খানের দল। তবে, গণনা এগোনোর সঙ্গে সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে, ইমরানের পিটিআই, নওয়ার শরিফের পিএমএল(এন) এবং বিলাবল ভুট্টো-জারদারির পিপিপি দলের মধ্যে। পাকিস্তানের ভোটের ফলাফলের সমস্ত আপডেট জানতে, চোখ রাখুন এখানে –
LIVE NEWS & UPDATES
-
বিক্ষোভ দেখাবে পিটিআই কর্মীরা
নির্বাচনে ফল প্রকাশে দেরি হওয়ার জন্য আরও অফিসের বাইরে বিক্ষোভ দেখাবে পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। আগামিকাল বিভিন্ন আরও অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হবে।
-
ইলেকট্রনিক ভোটিং মেশিনকে দোষারোপ
পাকিস্তানের নির্বাচনের ফল ঘোষণার এত দেরির জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনকে দোষারোপ করলেন প্রেসিডেন্ট আলভি।
-
-
২৬ বুথে পুনরায় ভোট
২৬টি বুথে পুনরায় নির্বাচনের ঘোষণা। আগামী ১৫ ফেব্রুয়ারি এই বুথগুলিতে ভোট গ্রহণ হবে।
-
হাত ধরছেন নওয়াজ-বিলাওয়াল
সূত্রের খবর, নওয়াজ শরিফের দল পিএমএলএন ও আসিফ আলি জারদারির দল পিপিপি সরকার গঠনের জন্য জোটে রাজি হয়েছে। সরকার গঠনের স্বার্থে জোট তৈরি করতে চায় তারা।
বিস্তারিত পড়ুন: হাত ধরছেন নওয়াজ-বিলাওয়াল, কার দখলে থাকবে পাক মসনদ?
-
জেলে বসে এত সমর্থন কীভাবে পাচ্ছেন ইমরান?
কোনও কোনও ভোটারের দাবি সামরিক বাহিনী ভয় পেতে শুরু করেছে বলেই এই ফলাফল। আবার কেউ কেউ ইমরান খানকে নেলসন ম্যান্ডেলার সঙ্গেও তুলনা করেছেন।
বিস্তারিত পড়ুন: জেলে বসে এত তরুণ-তরুণীর সমর্থন কীভাবে পাচ্ছেন ইমরান খান?
-
-
নওয়াজ-ইমরান দু’জনেই বলছেন তাঁরা জয়ী
মোট ২৬৫টি আসনে ভোট গ্রহণ হয়েছে পাকিস্তানে। তার মধ্যে তিন-চতুর্থাংশ আসনের ফল ঘোষণা হয়ে যাওয়ার পরই জয় ঘোষণা করেছেন নওয়াজ। এদিকে আবার এগিয়ে আছে ইমরান সমর্থিত প্রার্থী। তাঁদের অভিনন্দনও জানিয়েছেন ইমরান খান।
বিস্তারিত পডুন: নওয়াজ-ইমরান দু’জনেই বলছেন, ‘আমিই জিতেছি’, কী হচ্ছে পাকিস্তানে
-
জোট সরকার গড়ার ডাক নওয়াজের
পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফল এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। কিন্তু কোনও দলই যে সরকার গড়ার মতো অবস্থায় নেই, তা প্রাথমিক প্রবণতা থেকেই স্পষ্ট। তা বুঝতে ভুল করেননি পিএমএনএল প্রধান নওয়াজ শরিফ। তিনি দেশের অন্য দলগুলিকে জোট সরকার গড়ার জন্য আবেদন জানিয়েছেন।
-
সাংলায় আহত তিন পিটিআই কর্মী
গুরুতর আহত হলেন তিন পিটিআই কর্মী। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের তিন কর্মী নির্বাচনের ফল নিয়ে প্রতিবাদে নেমেছিলেন। তখনই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
-
কেন নির্বাচনের ফল প্রকাশে দেরী?
সকাল থেকেই গণনা শুরু হলেও, এখনও ফল প্রকাশ হয়নি পাকিস্তানের সাধারণ নির্বাচনের। ফল প্রকাশে এত দেরীর কারণ হিসাবে পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অ্যাপে কিছু প্রযুক্তিগত সমস্যা হচ্ছে। সেই কারণেই ফল প্রকাশে দেরী হচ্ছে।
-
১০০-রও বেশি আসনে এগিয়ে ইমরানের দল
পিটিআইয়ের উপরে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করলেও, নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন ইমরান খানের দলের সদস্যরা। আপাতত ১০০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছেন তারা।
-
পিপিপির সঙ্গে জোট বাঁধবে না পিটিআই
সরকার গড়তে পারে ইমরান খানের দল পিটিআই সমর্থিত নির্দলরা। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য় প্রয়োজন পড়তে পারে জোটের। তবে পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে জোট বেধে সরকার গড়তে রাজি নয় পিটিআই। ফল ঘোষণার আগেই গোহর আলি খান জোটের জল্পনা ওড়ালেন।
-
শিয়ালকোটে গোলাবর্ষণ
পাকিস্তানের শিয়ালকোটে আরও অফিসের বাইরে জমায়েত হয়েছিলেন সাধারণ মানুষ। ভোটের ফলাফল ঘোষণায় দেরি হওয়া নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। তাদের উপরে গোলাবর্ষণের অভিযোগ।
-
এখনও এগিয়ে ইমরানের নির্দলরা
পাকিস্তানের নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল অনুসারে, ইমরানের নির্দল প্রার্থীরা জিতেছেন ২৩টি আসন। জয়ের নিরিখে এখন দ্বিতীয় স্থানে রয়েছে পিপিপি, জিতেছে ২২ আসনে। নওয়াজ শরিফের পিএমএল(এন) জয়ী হয়েছে ১৮ আসনেয এছাড়া, ১টি করে আসন জিতেছে পিএমএল(কিউ), বিএনপি, এমকিউএমপি এবং জেইউআইপি। ইমরান খান সমর্থিত নির্দলরা এগিলে ১০০টিরও বেশি আসনে।
-
গায়েব নির্বাচন কমিশনার
পাকিস্তানে ভোট গণনার মধ্যে জানা গেল, গতকাল রাত থেকেই খোঁজ নেই মুখ্য নির্বাচন কমিশনারের। বৃহস্পতিবার রাতে তিনি আচমকাই তাঁর কার্যালয় থেকে উধাও হয়ে যান। তারপর প্রায় ১৩ ঘণ্টা গণনা বন্ধ ছিল। এদিন সকাল থেকে গণনা শুরু হলেও, দফতরে দেখা নেই মুখ্য নির্বাচন কমিশনারের।
-
জয়ী বিলাবল এবং মরীয়ম
নিজ নিজ কেন্দ্রে জয়ী হলেন বিলাবল ভুট্টো জারদারি এবং মরীয়ম নওয়াজ
-
ফের এগিয়ে ইমরানের দল
হাড্ডাহাড্ডি লড়াই চলছে পাকিস্তানে। এখনও পর্যন্ত ৫৩টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নওয়াজ শরিফের পিএমএল(এন) দল জিতেছে ১৭ আসনে। পিপিপি জিতেছে ১৫ আসনে। ইমরানের নির্দল প্রার্থীরা জিতেছে ১৮টি আসনে। এছাড়া, পিএমএল, বিএনপি এবং এমকিউএম(পি) ১টি করে আসনে জয়ী হয়েছে।
-
পরাজিত হাফিজ সইদের ছেলে
লাহোরে ইমরান খান সমর্থিত নির্দল প্রার্থীর কাছে পরাজিত হল মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ছেলে।
-
এগিয়ে গেল শরিফের দল
পাক নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইমরান খানের দলকে পিছনে ফেলে এগিয়ে গেল নওয়াজ শরিফের দল। পিএমএল(এন) জিতেছে ৮ আসনে। ইমরানের পিটিআই ৬ আসনে। আর বিলাবলের পিপিপি জিতেছে ৫ আসনে।
-
জয়ী নওয়াজ
লাহোর থেকে ইমরানের প্রার্থী ইয়াসমিন রশিদকে হারিয়ে জয়ী হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
-
জয়ী শেহবাজ শরিফ
লাহোর থেকে জয়ী হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নওয়াজ শরিফের ভাই, শেহবাজ শরিফ
-
পিছিয়ে নওয়াজ
এখনও পর্যন্ত, ১৪টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ইমরানের পিটিআই এবং বিলাবলের পিপিপি দুই দলই ৫টি করে আসনে জয়ী হয়েছে। আর নওয়াজ শরিফের পিএমএলএন জিতেছে ৪টি আসন।
Published On - Feb 09,2024 10:23 AM