Russia-Ukraine Conflict : যুদ্ধবিরতির মাঝেই হামলা রুশ বাহিনীর, নিহত দুই শিশু সহ তিন

| Edited By: | Updated on: Mar 06, 2022 | 11:03 PM

Russia-Ukraine Conflict: মারিউপোলের উপরে ফের একবার হামলা শুরু হয়েছে। ওই শহরের মেয়র আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ক্রমাগত গোলাবর্ষণ করছে রাশিয়া। বন্দি করে রাখা হয়েছে বাসিন্দাদের, বন্ধ করে দেওয়া হয়েছে জল, বিদ্যুৎ, পরিবহন পরিষেবা।

Russia-Ukraine Conflict : যুদ্ধবিরতির মাঝেই হামলা রুশ বাহিনীর, নিহত দুই শিশু সহ তিন
অলঙ্করণ: অভীক দেবনাথ

১১ দিনে পড়ল ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। শনিবার কয়েক ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও, শেষ অবধি তা মানা হয়নি। মারিউপোলের উপরে ফের একবার হামলা শুরু হয়েছে। ওই শহরের মেয়র আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ক্রমাগত গোলাবর্ষণ করছে রাশিয়া। বন্দি করে রাখা হয়েছে বাসিন্দাদের, বন্ধ করে দেওয়া হয়েছে জল, বিদ্যুৎ, পরিবহন পরিষেবা। যেকোনও মুহূর্তেই হাতছাড়া হতে পারে শহর। অন্যদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধানও দাবি করেছেন, জ়াপরঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পর এবার কানিভ জলবিদ্যুৎ কেন্দ্রও দখল করার চেষ্টা চালাচ্ছে। প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি বন্ধু দেশগুলির কাছ থেকে বোমারু বিমানের সাহায্য চেয়েছেন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Mar 2022 10:24 PM (IST)

    মাতৃভূমিকে বাঁচাতে হবে, রুশ সেনাকে ঠেকাতে হাতে অস্ত্র আম ইউক্রেনীয়দের

    যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। তারপর থেকে লাগাতার ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েই যাচ্ছে রুশ সেনাবাহিনী। যুদ্ধের প্রথম দিনেই ইউক্রেনের প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রী সাধারণ মানুষদের অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁরা জানিয়েছিলেন কারোর ইচ্ছে থাকলে ইউক্রেনের সামরিক বাহিনীতে তাঁরা যোগ দিতেই পারেন। তারপর ইউক্রেনের সাধারণ নাগরিকদের মলোটভ ককটেল বানিয়ে রুশ বাহিনীর দৌরাত্ম প্রতিরোধ করার ঘরোয়া টোটকা বানাতে দেখেছি। এরকমই বহু ইউক্রেনবাসী রাশিয়ার বিরুদ্ধে লড়ার প্রশিক্ষণ নিচ্ছেন। শিখছেন বিভিন্ন অস্ত্রের ব্য়বহার। প্রশিক্ষণ নিচ্ছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত নাগরিকরা। এই যুদ্ধ বদলে দিয়েছে অনেক মানুষের রোজনামচা।

    বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict : মাতৃভূমিকে বাঁচাতে হবে, রুশ সেনাকে ঠেকাতে হাতে অস্ত্র আম ইউক্রেনীয়দের

  • 06 Mar 2022 10:23 PM (IST)

    রাশিয়া-ইউক্রেন সংঘাতে গুলিবিদ্ধ, ক্ষত নিয়ে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়া

    রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ একাদশ দিনে পড়ল। তবে যুদ্ধ বিরতির কোনও ইঙ্গিত রাশিয়ার তরফে পাওয়া যায়নি। রাশিয়া-ইউক্রেনেরে সংঘাতের মাঝেই ইউক্রেনে আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিক। এই পরিস্থিতিতে এক ভারতীয় পড়ুয়া রুশ রকেট হামলায় নিহতও হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় নাগরিকও। ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়েছিলেন হারজত সিং। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের মধ্যে তিনিও একজন। কেন্দ্রের উদ্ধারাভিযান ‘অপারেশন গঙ্গা’র অধীনে সেই গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক আগামিকাল দেশে ফিরছেন। রবিবার টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভিকে সিং। বর্তমানে ভিকে সিং কেন্দ্রের উদ্ধারাভিযান পরিচালনার জন্য পোল্যান্ডে রয়েছেন। কেন্দ্রের তরফে চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলিতে পাঠানো হয়েছিল উদ্ধারকাজ তদারকি ও পরিচালনার জন্য। সেই চারজন মন্ত্রীদের মধ্যে একজন হলেন ভিকে সিং।

    বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন সংঘাতে গুলিবিদ্ধ, ক্ষত নিয়ে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়া

  • 06 Mar 2022 07:44 PM (IST)

    পুতিনের সঙ্গে ম্যাক্রোঁর বার্তালাপ

    রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে নিয়ে ফোনে কথা বলেন।

  • 06 Mar 2022 04:53 PM (IST)

    যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, কীভাবে ট্যাঙ্কার চুরি করবেন! শেখালেন এক মহিলা

    একাদশ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া তার সামরিক বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটি সুন্দর দেশ ইউক্রেনে। রাশিয়ার বোমা বর্ষণে তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। তবুও যুদ্ধ থামার কোনও আভাস পাওয়া যাচ্ছে না। সামরিক শক্তির দিক থেকে রাশিয়ার কাছে দুর্বল হলেও মাঠ ছেড়ে পালায়নি ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্টও পালাননি। ইউক্রেনের রাজধানী কিয়েভে থেকে রুশ বাহিনীকে যতটা সম্ভব প্রতিরোধ করে যাচ্ছেন। তবু হার মানেননি। রাশিয়ার এই ভয়াবহ হামলা থেকে বাঁচার জন্য় পশ্চিমা দেশ এবং ন্যাটোর কাছে সাহায্যের ঝুলি নিয়ে দাঁড়িয়েছে ইউক্রেন। কোনও কোনও পশ্চিমা দেশ পাশেও দাঁড়িয়েছে। রাশিয়ার আগ্রাসনকে প্রতিরোধ করার জন্য অর্থ, সামরিক অস্ত্র-শস্ত্র পাঠিয়েছে বিভিন্ন পশ্চিমা দেশ।

    বিস্তারিত পড়ুন : Russia-Ukraine Conflict : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, কীভাবে ট্যাঙ্কার চুরি করবেন! শেখালেন এক মহিলা

  • 06 Mar 2022 02:39 PM (IST)

    রুশ হামলায় মারা গেলেন দুই শিশু সহ তিন নাগরিক

    রুশ হামলায় মারা গেলেন দুই শিশু সহ তিন নাগরিক। যুদ্ধ বিরতির মাঝেই গুলি চালাল রুশ সেনা। সেই হামলায় প্রাণ গেল দুই শিশুরও।

  • 06 Mar 2022 02:08 PM (IST)

    ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খারকিভ

    রুশ হামলায় বিধ্বস্ত হয়ে গিয়েছে ইউক্রেনের খারকিভ শহর। জ্বলে-পুড়ে খাক হয়ে গিয়েছে একটি বাজার।

  • 06 Mar 2022 12:53 PM (IST)

    ইউক্রেনে মিসাইল আঘাতে মৃত ১

    ইউক্রেনের জ়াইটোমির প্রদেশে এদিন সকালে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে রাশিয়া। ক্ষেপণাস্ত্রের আঘাতে একজনের মৃত্যু ও দুইজন আহত হওয়ার খবর মিলেছে।

  • 06 Mar 2022 11:19 AM (IST)

    সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

    ফের একবার সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করল রাশিয়া। মারিউপোল ও ভলনোভাকায় মানবিক করিডর খোলা হবে। দুপুর সাড়ে ১২টা থেকে ৩টে অবধি যুদ্ধবিরতি জারি থাকবে।

  • 06 Mar 2022 10:47 AM (IST)

    পরমাণু কেন্দ্রের পর এবার নিশানা জলবিদ্যুৎ কেন্দ্র!

    যুদ্ধের একাদশতম দিনেই ইউক্রেনের তরফে দাবি করা হল, রাশিয়ার বাহিনী কানিভ জলবিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রের উপরে হামলা চালানোর ছক কষছে। রাজধানী কিয়েভ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের দিকেই দ্রুতগতিতে এগোচ্ছে রুশ সেনা।

  • 06 Mar 2022 10:45 AM (IST)

    রুশ বিমান চাইলেন জ়েলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কিও আলাদাভাবে ইউরোপীয় দেশগুলির কাছে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান সরবরাহ করে সাহায্যের আর্জি জানান। উল্লেখ্য, ইউক্রেনীয়রা রাশিয়ার বিমান চালাতে প্রশিক্ষিত হওয়ার কারণেই এই আর্জি জানান।

  • 06 Mar 2022 10:44 AM (IST)

    ফের সামরিক সাহায্যের আর্জি ইউক্রেনের

    শনিবারই ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিদ্রো কুলেবা পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে (Poland-Ukraine Border) দাঁড়িয়ে বলেন, “এখন আমাদের সবথেকে বড় দাবি হল যুদ্ধ বিমান, হামলাকারী বিমান সরবরাহ করা। যদি আকাশপথ আমাদের হাতছাড়া হয়, তবে মাটিতে আরও রক্ত ঝরবে।”

    বিস্তারিত পড়ুন: Russia-Ukraine Conflict: ‘আকাশ বেদখল হলে আরও রক্ত ঝরবে মাটিতে’, ফের সামরিক সাহায্যের আর্জি ইউক্রেনের

  • 06 Mar 2022 10:43 AM (IST)

    সুমি থেকে ভারতীয়দের উদ্ধারে উদ্যোগী সরকার

    ইউক্রেনের সুমিতে আটকে রয়েছে হাজার খানেক পড়ুয়া। তারা গোলাগুলির মধ্যেই সীমান্ত পার করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে বিদেশমন্ত্রকের তরফে আপাতত তাদের নিরাপদ আশ্রয়েই থাকার পরামর্শ দেওয়া হল।

  • 06 Mar 2022 10:36 AM (IST)

    পশ্চিমী দেশগুলিকে হুঁশিয়ারি পুতিনের

    Russia Nuclear Alert

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি:PTI

    শনিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন যে, পশ্চিমী দুনিয়া যেভাবে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করছে, তা যুদ্ধের ইঙ্গিত দেওয়া ছাড়া আর কিছুই নয়। যদি ইউক্রেনে ‘নো-ফ্লাই জ়োন’  ঘোষণা করা হয় বা করার চেষ্টা করা হয়, তবে তা দুই দেশের মধ্যে সংঘর্ষে ঢুকে পড়ার সমান হিসাবেই গণ্য করা হবে।

  • 06 Mar 2022 10:35 AM (IST)

    টিকল না যুদ্ধবিরতি

    মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার জন্য ঘোষণা করা হয়েছিল সংঘর্ষবিরতি(Ceasefire), তাও শেষ অবধি ধরে রাখা গেল না। যুদ্ধের দশম দিনে ইউক্রেনের সাধারণ মানুষ এবং বিভিন্ন দেশের নাগরিকদের সুরক্ষিতভাবে উদ্ধারের জন্য যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়েছিল। তবে ঘণ্টা খানেক বাদেই রাশিয়া (Russia) ও ইউক্রেন(Ukraine)-দুই দেশই একে অপরকে দোষারোপ করতে শুরু করল সংঘর্ষবিরতি লঙ্ঘনের জন্য।

    বিস্তারিত পড়ুন: Russia-Ukraine Conflict: কয়েক ঘণ্টাও টিকল না যুদ্ধবিরতি! ইউক্রেনকে দুষেই ফের রণমূর্তি রাশিয়ার

Published On - Mar 06,2022 10:34 AM

Follow Us: