TV9 Explained: বাংলাদেশের সবথেকে ঘৃণ্য অপবাদ, কারা এই ‘রাজাকার’? কীই বা তাদের ইতিহাস?
TV9 Explained: কোটা অন্দোলনকারীদের রাজাকার স্লোগান দেওয়া নিয়ে বিরক্ত হাসিনা সরকার এবং বাংলাদেশের সুশীল সমাজের একাংশ। আন্দোলনকারীদের পাল্টা দাবি, তাঁদের 'রাজাকার' তকমা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। দাবি-পাল্টা দাবির মধ্যে একটা বিষয় স্পষ্ট, রাজাকার শব্দটা বাংলাদেশের কোনও পক্ষেরই পছন্দ নয়। বস্তুত, আধুনিক বাংলাদেশে 'রাজাকার' আখ্যা দেওয়াটাই সবচেয়ে জঘন্য অপবাদ ও অসম্মান। কিন্তু কেন? কারা ছিল এই রাজাকার? কী তাদের ইতিহাস? কেন তারা এত ঘৃণিত বাংলাদেশে?

ঢাকা: “তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার!” ঢাকার রাজপথে হাজার হাজার কণ্ঠে অনুরণিত হচ্ছে এই স্লোগান। রবিবার (২১ জুলাই), বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে সরকারি চাকরিতে মাত্র ৭ শতাংশ সংরক্ষণ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে জুলাইয়ের শুরু থেকে চলা কোটা বতিলের দাবিতে হওয়া আন্দোলন বন্ধ হবে। গত সোমবার থেকে এই আন্দোলনকে ঘিরে প্রাণ গিয়েছে অন্তত ১৫০ মানুষের। যার অধিকাংশই ছাত্রছাত্রী। আন্দোলন যদি স্তিমিত হয়েও যায়, রাজাকার স্লোগান নিয়ে চর্চা খুব শিগগিরই থামবে বলে মনে হচ্ছে না। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে জনপ্রিয় স্লোগান ছিল, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি।’ স্বাধীনতার ৫৩ বছর পর, তার জায়গায় ‘রাজাকার’ পরিচয় দিয়ে স্লোগান দেওয়া নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। ...





