Afghanistan: যেকোনও সময়ে ঘটতে পারে বড় বিপদ, কাবুলের হোটেল ছাড়ার নির্দেশ দিল আমেরিকা-ব্রিটেন
US-UK Warns Citizen in Kabul: সোমবার সকালেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়, "মার্কিন নাগরিক যারা কাবুলের সেরেনা হোটেলে বা তার আশেপাশে কোথাও থাকছেন, তাদের অনুরোধ করা হচ্ছে তারা যেন শীঘ্রই ওই অঞ্চল ছেড়ে চলে যান।"
কাবুল: ফের হামলার বড়সড় হামলার আশঙ্কা কাবুলে (Kabul)। আমেরিকা (US) ও ব্রিটেনের (UK) তরফে তাদের দেশের নাগরিকদের দূরে থাকতে বলা হয়েছে কাবিলের বিখ্যাত সেরেনা হোটেল (Serena Hotel) থেকে। গোপন সূত্রে খবর, নাশকতার জন্য এই হোটেলকেই নিশানা বানিয়েছে সন্ত্রাসবাদীরা।
সোমবার সকালেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়, “মার্কিন নাগরিক যারা কাবুলের সেরেনা হোটেলে বা তার আশেপাশে কোথাও থাকছেন, তাদের অনুরোধ করা হচ্ছে তারা যেন শীঘ্রই ওই অঞ্চল ছেড়ে চলে যান। ওই অঞ্চলে থাকলে নিরাপত্তার ঝুঁকি রয়েছে।”
অন্যদিকে, ব্রিটেনের তরফে আগেই নাগরিকদের সতর্ক করে বলা হয়েছিল, তারা যেন আপাতত আফগানিস্তানে না যান। এ দিন সকালে সেই নির্দেশিকাতেই আরও যোগ করে বলা হয়, “সম্ভাব্য বিপদের আশঙ্কায় আপনাদের বিশেষত কাবুলের হোটেলে থাকতে নিষেধ করা হচ্ছে।”
উল্লেখ্য, এই সেরেনা হোটেল কাবুলের অন্যতম বিলাসবহুল হোটেল। অগস্ট মাসে তালিবানের ক্ষমতা দখলের আগে বিদেশ থেকে আগত পর্যটক সহ অন্যান্যদের থাকার অন্যতম সেরা জায়গা ছিল এই হোটেল। তবে এর আগেও দু’বার এই হোটেলে হামলা চালানো হয়েছিল। ২০০৮ সালে একটি আত্মঘাতী বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগেই ৪ জন কিশোর অস্ত্র সহ হোটেলের ভিতর ঢুকে পড়ে।
সে সময়ে জানা গিয়েছিল, ওই ৪ কিশোর পায়ের মোজার ভিতরে পিস্তল লুকিয়ে রেখেছিল। হোটেলে ঢোকার জন্য একাধিক নিরাপত্তা বেষ্টনী থাকলেও তারা নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং এলোপাথাড়ি গুলি চালিয়ে হোটেলে উপস্থিত ৯ জনকে হত্যা করে। এই ঘটনায় সংবাদসংস্থা এএফপির এক সাংবাদিক ও তাঁর পরিবারকেও হত্যা করা হয়। মনে করা হয়, ওই সাংবাদিককে হত্যা করতেই হোটেলে আততায়ী পাঠানো হয়েছিল।