Wildfire: রক্তরঙা আকাশ, লেলিহান শিখায় জ্বলছে ১১ হাজার একর জমি, দাবানলে ছারখার লা পালামা

Spain: লা পালমা কাউন্সিলের প্রধান তথা দ্বীপরাষ্ট্রের প্রধান আধিকারিক সার্গিও রডরিগেজ জানান, উদ্ধারকাজ শুরু হয়েছে। স্পেন থেকে দমকল বাহিনী পাঠানো হয়েছে। বিমানের মাধ্যমেও আকাশ থেকে জল দেওয়া হচ্ছে।

Wildfire: রক্তরঙা আকাশ, লেলিহান শিখায় জ্বলছে ১১ হাজার একর জমি, দাবানলে ছারখার লা পালামা
জ্বলছে লা পালামা।Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 8:29 AM

মাদ্রিদ: ভয়ঙ্কর আগুন, দাবানলের গ্রাসে চলে গিয়েছে ১১০০০ একর জমি। পুড়ে ছাই একাধিক শহর। এখনও নিয়ন্ত্রণের বাইরে আগুন। লেলিহান শিখা থেকে বাঁচাতে ক্য়ানারি আইল্যান্ডের (Canary Island) লা পালমা থেকে দ্রুত সরানো হল প্রায় আড়াই হাজারেরও বেশি মানুষকে। স্পেনের (Spain) প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৩০০-রও বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন। আকাশ থেকেও জল দিয়ে দাবানল নেভানোর চেষ্টা করা হচ্ছে।

ক্যানারি আইল্যান্ডের প্রেসিডেন্ট ফারনান্ডো ক্লাভিজো জানান, শনিবার সকালে পুনটাগোরডা জেলায় আগুন লাগে। সেখান থেকেই একের পর এক শহর, জঙ্গল আগুনের গ্রাসে চলে যায়। বিগত কয়েক সপ্তাহ ধরেই তাপপ্রবাহ চলছিল। উষ্ণ আবহাওয়া ও দমকা হাওয়ার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর্যটন মন্ত্রী হেক্টর গোমেজ়ও জানান, খুব অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

লা পালমা কাউন্সিলের প্রধান তথা দ্বীপরাষ্ট্রের প্রধান আধিকারিক সার্গিও রডরিগেজ জানান, উদ্ধারকাজ শুরু হয়েছে। স্পেন থেকে দমকল বাহিনী পাঠানো হয়েছে। আগুন নেভাতে বিমানের মাধ্যমেও আকাশ থেকে জল দেওয়া হচ্ছে। পাশাপাশি জারি রয়েছে উদ্ধারকাজও। এখনও অবধি আড়াই হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দ্বীপের অন্যান্য বাসিন্দাদেরও উদ্ধারকাজে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। এখনও অবধি সমস্ত শহর ফাঁকা করা সম্ভব হয়নি বলেই জানানো হয়েছে। আগুনের গ্রাসে ১১ হাজার একরেরও বেশি জমি চলে গিয়েছে।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুসারে, ২০২২ সালে স্পেনে প্রায় ৫০০-রও বেশি দাবানল হয়েছিল, যেখান্ ৩ লক্ষ হেক্টরেরও বেশি জমি নষ্ট হয়ে গিয়েছিল। এই বছরে এখনও অবধি ৬৬ হাজার হেক্টর জমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কম হচ্ছে, জারি রয়েছে তাপপ্রবাহ। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।