Budget 2022: দেশের করদাতাদের কাছে ‘ক্ষমা’ চেয়ে নিলেন নির্মলা
Budget 2022: এবার বাজেটে আমজনতার প্রত্যাশার থেকে পুরোপুরি উল্টোদিকে হেঁটে এক সাহসী পদক্ষেপ করেছেন নির্মলা সীতারমন।
নয়া দিল্লি : এবারের বাজেট (Union Budget 2022) ঘিরে করদাতাদের অনেক প্রত্যাশা ছিল। অনেকেই ভেবেছিলেন, হয়ত আয়করের স্লাবে কোনও পরিবর্তন হবে। কিন্ত নাহ! তেমন কিছুই হয়নি। ভোটের মুখেও টলানো যায়নি নির্মলার দৃঢ়তাকে। আয়কর ব্যবস্থায় কোনও পরিবর্তন আনেননি নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। কিন্তু, আমজনতার প্রত্যাশা যে ছিল বিষয়টি নিয়ে, তা ভোলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিশেষ করে মধ্যবিত্ত করদাতাদের যে মন ভেঙেছে, তা বুঝতে পেরেছেন তিনি। তাই বাজেট পেশের পর্ব শেষে বিকেলে সাংবাদিক বৈঠকে মধ্যবিত্ত করদাতাদের কাছে ‘ক্ষমা’ চেয়ে নিলেন নির্মলা সীতারমন।মঙ্গলবার চতুর্থ বারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। কিন্তু এবার বাজেটে আমজনতার প্রত্যাশার থেকে পুরোপুরি উল্টোদিকে হেঁটে এক সাহসী পদক্ষেপ করেছেন নির্মলা সীতারমন।
আয়কর ব্যবস্থায় কোনও বদল করেননি তিনি। মঙ্গলবার বিকেলের সাংবাদিক বৈঠকে এই মহামারী পরিস্থিতিতে যখন গোটা দেশবাসীকে এত চ্যালেঞ্জের মধ্যে দিতে যেতে হচ্ছে, তখন কেন আয়কর ব্যবস্থায় কোনও ছাড় দেওয়া হল না। জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “আমি কোনও রুঢ় উত্তর দিতে চাই না। যদি তেমন হত, তাহলে আমি বলতাম, কর না বাড়ানোটাই একটা ছাড়। কিন্তু আমি তা বলতে চাই না। এমন কিছু সময় আসে, যখন আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হয়। আমাকে মাফ করবেন, এবার সেটা হল না।”
সেই সঙ্গে নির্মলা সীতারমন আরও স্মরণ করিয়ে দেন, তিনি গতবছরের মতো এই বছরও আয়কর বাড়ানোর পথে হাঁটেননি। তাঁর কথায়,”আমি মনে করিয়ে দিতে চাই, গত বছরের মতো এই বছরও আমি কোনও কর বাড়াইনি। আয়কর থেকে অতিরিক্ত আয় করার কোনও পথ আমি বেছে নিইনি। গতবছর প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) নির্দেশ দিয়েছিলেন, যাই হয়ে যাক, যতই ঘাটতি থাক, কোভিড অতিমারীর পরিস্থিতির এই চ্যালেঞ্জের মধ্যে আমজনতার উপর আয়করের বোঝা বাড়ানো যাবে না।”
এদিকে কেন্দ্রীয় বাজেটের তীব্র বিরোধিতা করেছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর মতে, “আজকের বাজেটের ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সবচেয়ে পুঁজিবাদী ভাষণ ছিল। ‘দরিদ্র’ শব্দটি অনুচ্ছেদ ৬-এ মাত্র দুই বার এসেছে এবং আমরা অর্থমন্ত্রীকে জানাতে চাই, এই দেশে দরিদ্র মানুষ আছে। মানুষ এই পুঁজিবাদী বাজেট প্রত্যাখ্যান করবে।” সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, “আমি অবাক হয়ে গিয়েছি। হতবাক হয়ে গিয়েছি। অর্থমন্ত্রী আগামী ২৫ বছরের জন্য একটি পরিকল্পনার রূপরেখা দিচ্ছেন। সরকার বিশ্বাস করে যে বর্তমানে কোনও মনোযোগের প্রয়োজন নেই। এভাবে আখেড়ে ভারতের জনগণকে উপহাস করা হয়েছে।”
আরও পড়ুন : Budget 2022: এবারও দাম বাড়ল না সিগারেটের, উর্ধ্বমুখী আইটিসি সহ তামাক কোম্পানিগুলির শেয়ার