ভারতের আধার কার্ড প্রদানকারী কর্তৃপক্ষ প্রায় ৬ লক্ষ আধার নম্বর বাতিল করেছে। সরকারের তরফে এই পরিসংখ্য়ান তুলে ধরা হয়েছে। ইলেক্ট্রনিকস ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর গত সপ্তাহে সংসদের বাদল অধিবেশনে জানিয়েছেন, সেসব আধার নম্বরগুলি ভুয়ো ছিল। ভুয়ো আধার কার্ড ব্যবহার করে বড় বড় অপরাধমূলক কাজ করা হয়ে থাকে। সেই কারণে এই বিশাল সংখ্যক আধার নম্বর বাতিল করে দেওয়া হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভুয়ো আধার কার্ডের হদিশ পেলেই UIDAI-র তরফে তাতে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এই বাদল অধিবেশনে লোকসভায় এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানিয়েছেন, নকল আধার জেনারেশন নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ করেছে। ভুয়ো আধারের ব্য়বহার রুখতে ফেস অথানটিকেশনের (Face Authentication) মতো নতুন বৈশিষ্ট্যও যোগ করা হয়েছে। যার ফলে ৫৯৮,৯৯৯ আধার নম্বর বাতিল হয়েছে। এবং এই ভুয়ো আধার রুখতে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
আপনার আধার ভুয়ো কিনা কীভাবে জানবেন?