Union Budget 2024: আসন্ন বাজেটে কৃষকদের জন্য বিশেষ ঘোষণা করতে পারে মোদী সরকার, ঝুলিতে কী থাকতে পারে?

Budget 2024-25: বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে আগামী অর্থবর্ষের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২২-২৫ লক্ষ কোটি টাকা ঘোষণা করতে পারে মোদী সরকার। চলতি অর্থবর্ষে সরকারের কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ২০ লক্ষ কোটি টাকা ছিল। এবারে আরও ২-৫ লক্ষ কোটি টাকা বাড়লে কৃষকেরা বিশেষ উপকৃত হবে।

Union Budget 2024: আসন্ন বাজেটে কৃষকদের জন্য বিশেষ ঘোষণা করতে পারে মোদী সরকার, ঝুলিতে কী থাকতে পারে?
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Updated on: Jan 24, 2024 | 7:01 AM

নয়া দিল্লি: চলতি বছরই লোকসভা ভোট। তার আগে অন্তর্বর্তী বাজেট পেশ করবে নরেন্দ্র মোদী সরকার। স্বাভাবিকভাবেই এবারের বাজেট জনমুখী হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি মোদী সরকার এবারের বাজেটে কৃষকদের জন্যও বিশেষ ঘোষণা করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে আগামী অর্থবর্ষের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২২-২৫ লক্ষ কোটি টাকা ঘোষণা করতে পারে মোদী সরকার। চলতি অর্থবর্ষে সরকারের কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ২০ লক্ষ কোটি টাকা ছিল। এবারে আরও ২-৫ লক্ষ কোটি টাকা বাড়লে কৃষকেরা বিশেষ উপকৃত হবে।

অতিরিক্ত সুদে ৩ শতাংশ ছাড়

সময়মতো অর্থ প্রদানকারী কৃষকদের প্রতি বছর ৩ শতাংশ অতিরিক্ত সুদের ছাড়ও দেওয়া হতে পারে। কৃষকরা দীর্ঘমেয়াদী ঋণও নিতে পারেন, তবে সুদের হার হবে বাজারের হার অনুযায়ী।

কৃষি-ঋণের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে মোদী সরকার। যোগ্য কৃষকেরা যাতে সহজে ঋণ পেতে পারে, তার উদ্যোগ নিয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, কৃষি মন্ত্রণালয় কৃষকদের ঋণের জন্য একটি পৃথক বিভাগও তৈরি করেছে।

ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা বেড়েছে

গত ১০ বছরে কৃষি ও সংশ্লিষ্ট কাজে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবর্ষে কৃষি ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে মোট কৃষি ঋণ দেওয়া হয়েছিল ২১.৫৫ লক্ষ কোটি টাকা। যা এই সময়ের জন্য নির্ধারিত ১৮.৫০ লক্ষ কোটি টাকার থেকে বেশি ছিল। সরকারি তথ্য অনুসারে, কিষাণ ক্রেডিট কার্ড (কেসিসি) নেটওয়ার্কের মাধ্যমে ৭.৩৪ কোটি কৃষক ঋণ পেয়েছেন।