Gold Price Today : ক্রেতাদের জন্য বড় খবর, এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার

Gold Price Today : মঙ্গলবার বেশ খানিকটা দাম কমল সোনার। এক ধাক্কায় ৬০০ টাকা সস্তা হল ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনা।

Gold Price Today : ক্রেতাদের জন্য বড় খবর, এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 4:19 PM

কলকাতা : মঙ্গলবারে সুখবর গয়না ক্রেতাদের জন্য। এদিন এক লাফে অনেকটা দাম পড়ল সোনার। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৭০০ টাকা। এদিন সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। ১ কেজি রুপোর দাম কমেছে ৩০০ টাকা। পরপর দু’দিন দাম কমল সোনা-রুপোর। দু’দিনে ৮০০ টাকা দাম কমল সোনার।

মঙ্গলবার বেল ৩ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১২৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৯৮৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,২৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১২,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৪,৯০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সপ্তাহের প্রথমদিনেই এক লাফে দাম কমল সোনার। গত এক সপ্তাহে সর্বনিম্ন হল সোনার দাম। এদিন সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। গত দু’ সপ্তাহে সর্বনিম্ন রয়েছে সোনার দাম।

মঙ্গলবারও বিশ্ব বাজারে সামান্য দাম কমেছে সোনার। গতকাল আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৪৬.৫৭ মার্কিন ডলার। এদিন তা কমে হয়েছে ১,৭৩৮.১৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৪৮০.৩০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭৭.২৫ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দামও বেড়ে হয়েছে ৭১.২০ টাকা।