Gold Price Today : লক্ষ্মীপুজোর আগে সস্তা রয়েছে সোনা, এদিন কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

Gold Price Today : শনিবার সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। তবে দাম কমেছে রুপোর।

Gold Price Today : লক্ষ্মীপুজোর আগে সস্তা রয়েছে সোনা, এদিন কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2022 | 11:13 AM

কলকাতা : দুর্গা পুজোর রেশ কেটে গিয়েছে। এখন শুরু ঘরে ঘরে লক্ষ্মী পুজোর প্রস্তুতি। তার আগে দাম কম রয়েছে সোনার। শনিবার দাম বাড়েনি সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৭,৮৫০ টাকা। তবে এদিন দাম কমেছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৬০ হাজার ৮০০ টাকা।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৮৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৮৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৮,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৭৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,২০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২২,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৮০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

লক্ষ্মী পুজোর আগে দাম কম রয়েছে সোনার। এদিকে দুর্গাপুজোর আগে অনেক হারে দাম কমছিল সোনার। তবে গতকালের মতো এদিনও সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।

এদিন বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৯৪.৭৯ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,৭৩০.৫০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০১.৭০ টাকা। এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৭.৬৫ টাকা।