দুদিনে উড়ে গেল HDFC ব্যাঙ্কের গত ১২ মাসের রোজগার!
HDFC Bank shares price: ২০২০ সালের মার্চ মাসের পর, এত কম সময়ে ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের স্টকের দাম এতটা পড়েনি। আর যদি কোভিড মহামারির সময়ের বাজারের উত্থান-পতনকে বাদ দেয়, তাহলে দেখা যাবে, ১৯৯৫ সালের মে মাসে, শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে মাত্র ছয়বার এই ব্যাঙ্কের শেয়ারের দামে এই ধরনের পতন দেখা গিয়েছে।
মুম্বই: গত দুই দিনে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম ১১ শতাংশ পড়েছে। ১.৪৪ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা। বিস্ময়কর হল, শেয়ার বাজারে এইচডিএফসি ব্যাঙ্কের এই দুই দিনের ক্ষতি, ব্যাঙ্কে গত এক বছরের আয়ের থেকে বেশি। ব্লুমবার্গের মতে, এইচডিএফসি ব্যাঙ্কের গত বারো মাসের আয় ছিল ১.৪৩ লক্ষ কোটি টাকা। বুধবার এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম ৮.৪ শতাংশ পড়েছিল। বৃহস্পতিবার তাদের স্টকের দাম আরও ৩.৩ শতাংশ পড়েছে। ২০২০ সালের মার্চ মাসের পর, এত কম সময়ে ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের স্টকের দাম এতটা পড়েনি। আর যদি কোভিড মহামারির সময়ের বাজারের উত্থান-পতনকে বাদ দেয়, তাহলে দেখা যাবে, ১৯৯৫ সালের মে মাসে, শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে মাত্র ছয়বার এই ব্যাঙ্কের শেয়ারের দামে এই ধরনের পতন দেখা গিয়েছে।
সম্প্রতি এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ডিসেম্বর ত্রৈমাসিকের আয়ের রিপোর্ট প্রকাশ করেছে। এই সময়কালে তাদের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেড়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের নেট সুদের আয়ও এই ত্রৈমাসিকে গত বছরের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাও লগ্নিকারীদের প্রত্যাশা পূরণ হয়নি। এর পর থেকেই এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম হু-হু করে পড়তে শুরু করেছে। তবে, তারপরও ব্যাঙ্কের স্টকের মূল্যায়নকে এক আকর্ষণীয় স্তরে রয়েছে। বাজার বিশেষজ্ঞদের অনুমান, ব্যাঙ্কের শেয়ার প্রতি আয় বা ইপিএস ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক থেকে বাড়তে শুরু করবে। এইচডিএফসির ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য ইপিএস গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ হ্রাস পেয়েছে।
নিফটি৫০ সূচকের সবথেকে ভারী স্টক এইচডিএফসি ব্যাঙ্কেরই। গত দুই দিনে যেভাবে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দর পড়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে নিফটি২০ সূচকেও। গত দুদিনে এই সূচকে ব্যাপক ধস নেমেছে। তার ৬০ শতাংশের জন্যই দায়ী এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার। গত দুই দিনে ২.৬ শতাংশ কমেছে নিফটি২০ সূচক। বৃহস্পতিবার, বাজার বন্ধের সময় নিফটি৫০ ছিল ২১৪৬২.২৫-এ।