IRCTC: ট্রেন সফরে খাবার নিয়ে আর চিন্তা নেই শিশু, ডায়াবেটিকদের, যাত্রীদের জন্য নয়া ব্যবস্থা ভারতীয় রেলের

IRCTC: ডায়াবেটিক রোগীদের চিন্তা দূর করল রেলওয়ে বোর্ড। এবার থেকে ট্রেনে নিজের পছন্দ ও রুটিন মেনে খাবার পেতে পারেন যাত্রীরা।

IRCTC: ট্রেন সফরে খাবার নিয়ে আর চিন্তা নেই শিশু, ডায়াবেটিকদের, যাত্রীদের জন্য নয়া ব্যবস্থা ভারতীয় রেলের
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2022 | 9:30 AM

দরকারে অ-দরকারে বিভিন্ন সময়ে বহু মানুষকে এক বা দু’ তিনদিন ট্রেনে সফর করতে হয়েছে। যাত্রীদের মধ্যে হয়ত আবার অনেকে ডায়াবেটিসের রোগীও। ডায়াবেটিক হওয়া মানেই একগুচ্ছ খাবার তালিকা থেকে বাদ। শর্করা তো নৈব নৈব চ। ফলে ট্রেন সফরের ক্ষেত্রে বেজায় বিপদে পড়েন তাঁরা। অনেক হিসেব নিকেশ করে ছুঁতে প্য়ানট্রির খাবার। তবে এবার থেকে ডায়াবেটিক রোগীদের সেই চিন্তাই দূর করল রেলওয়ে বোর্ড। এবার থেকে ট্রেনে নিজের পছন্দ ও রুটিন মেনে খাবার পেতে পারেন যাত্রীরা।

রেলওয়ে বোর্ড ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজিম কর্পোরেশনকে (IRCTC) নিজেদের মেনু কাস্টোমাইজ অপশন দিয়েছে। ফলে ডায়াবেটিক রোগীরা এখন থেকে ট্রেনে তাঁদের কাস্টোমাইজড খাবার পেতে পারেন। ফলে IRCTC এখন থেকে স্থানীয় খাবারের পাশাপাশি শিশু ও স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য উপযুক্ত খাবারের বন্দোবস্ত করতে পারবে। ট্রেনে ক্যাটারিং পরিষেবার মান উন্নয়ন এবং যাত্রীদের কাছে আরও বিকল্প তুলে দিতেই এই পদক্ষেপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে IRCTC-র তরফে বলা হয়েছে, ‘ট্রেনে ক্যাটারিং পরিষেবার উন্নতির লক্ষ্যে IRCTC কে মেনু কাস্টোমাইজ করার অপশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় খাবারের আইটেমগুলি/ পছন্দের খাবার, বিভিন্ন মরশুমের খাবার, উৎসব উপলক্ষে বিশেষ খাবার পাওয়া যাবে।’ বিভিন্ন গ্রুপের যাত্রী যেমন ডায়াবেটিক, শিশু, স্বাস্থ্য় সচেতন ব্যক্তিরাও পছন্দমতো খাবার অর্ডার করতে পারেন। বর্তমানে IRCTC-র মেনুতে স্ট্যান্ডার্ড খাবার ও পানীয় মেলে। রেলওয়ে বোর্ডের তরফে IRCTC-কে জানানো হয়েছে, প্রিপেইড ট্রেনে যেখানে যাত্রীর খরচের মধ্যে আগে থেকেই ক্যাটারিং বাবদ টাকা কেটে নেওয়া হয়েছে সেক্ষেত্রে IRCTC মেনুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।