Aadhaar Card Update:আধার আপডেটের জন্য হাতে আর ৪ দিন, পরে খসবে টাকা, জেনে নিন প্রক্রিয়া
UIDAI: ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই-র তরফে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ অবধি বিনামূল্যে তথ্য আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল। তবে নাগরিকদের কথা মাথায় রেখেই বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা আরও তিন মাস বাড়ানো হয়েছিল। আগামী ১৪ ডিসেম্বর সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ হাতে মাত্র আর ৪ দিন সময় আছে।
নয়া দিল্লি: যেকোনও গুরুত্বপূর্ণ কাজের জন্যই আধার কার্ড জরুরি। আধার কার্ড না থাকলে চরম সমস্যায় পড়তে হয়। তাই সঠিক আধার কার্ড থাকাটা অত্যন্ত জরুরি। তবে অনেক সময়ই আবেদনকারীর ভুলে হোক বা আধার অফিসের কর্মীদের ভুলে আধার কার্ডের তথ্যে ভুল থেকে যায়। স্কুল-কলেজ থেকে চাকরির আবেদন, ভোটদান থেকে পাসপোর্টের আবেদন-সর্বত্রই আধার কার্ড জরুরি, তাই আধার কার্ডে নির্ভুল তথ্য থাকাই উচিত। নাহলে সমস্যায় পড়তে হতে পারে। আপনারও যদি আধার কার্ডে কোনও ভুল থাকে, তবে অবিলম্বে তা সংশোধন করে নিন। আগামী ৪ দিনের মধ্যে যদি আপনি আধার কার্ড আপডেট না করেন, তবে পকেট থেকে খসবে টাকা।
ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই-র তরফে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ অবধি বিনামূল্যে তথ্য আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল। তবে নাগরিকদের কথা মাথায় রেখেই বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা আরও তিন মাস বাড়ানো হয়েছিল। আগামী ১৪ ডিসেম্বর সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ হাতে মাত্র আর ৪ দিন সময় আছে। এই ৪ দিনের মধ্যে আধার কার্ড আপডেট করাতে কোনও টাকা লাগবে না। এরপরে আধারের নথি আপডেট করাতে গেলে ফেলতে হবে গ্যাঁটের কড়ি।
কীভাবে বিনামূল্যে আধারের তথ্য আপডেট করাবেন?
যদি আপনার আধার কার্ডে নাম পরিচয় বা ঠিকানা ভুল থাকে, তবে আপনি সরাসরি ইউআইডিএআই-র অফিসিয়াল ওয়েবসাইট বা মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে তথ্য় আপডেট করতে পারেন। এছাড়া আপনি কাছের আধার সেন্টারে গিয়েও তথ্য আপডেট করতে পারেন। তবে এর ক্ষেত্রে ৫০ টাকা সার্ভিস ফি দিতে হবে।