রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। মোট ২ টি শূন্যপদের জন্য করা হচ্ছে নিয়োগ।
Jr. Overman, T&S Gr-C ও Mining Sirdar T&S Gr-C পদে মাসে বেসিক পে ৩১,৮৫২.৫৬ টাকা। Surveyor, T&S Gr-B পদে মাসিক বেসিক পে ৩৪,৩৯১.৬৫ টাকা।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি পাশ করতে হবে।
এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের। kray91@gmail.com- তে ইমেলের মাধ্যমে ১৭ ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন।
অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। এই পদে মাসিক বেতন মিলবে ২৫ হাজার টাকা।