৫ ডিসেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS)। জারি বিজ্ঞপ্তি। মোট শূন্যপদের সংখ্যা ১৩ হাজার ৪০৪।
টিজিটি, পিজিটি, পিআরটি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং অন্যান্য অশিক্ষক পদে নিয়োগের জন্য নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদনের জন্য ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
অনলাইনে করা যাবে আবেদন। অসরক্ষিত কোটা, ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০০ টাকা। তবে তপসিলি জাতি ও উপজাতিদের কোনও আবেদন ফি দিতে হবে না।
কোন কোন পদে চলবে নিয়োগ? সহকারি কমিশনার - ৫২ প্রিন্সিপাল - ২৩৯ ভাইস-প্রিন্সিপাল - ২০৩ স্নাতকোত্তর শিক্ষক (PGT) - ১৪০৯ প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT) - ৩১৭৬ প্রাথমিক শিক্ষক (PRT) - ৬৪১৪ পিআরটি (সঙ্গীত) - ৩০৩ লাইব্রেরিয়ান - ৩৫৫ ফিনান্স অফিসার - ৬ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনয়র (সিভিল)- ২ সহকারী সেকশন অফিসার (এএসও) - ১৫৬ সিনিয়র সচিবালয় সহকারি (ইউডিসি) - ৩২২ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (LDC) - ৭০২ হিন্দি অনুবাদক - ১১ স্টেনোগ্রাফার গ্রেড-২ - ৫৪
কী ভাবে করবেন আবেদন? আবেদনের জন্য প্রথমে যেতে হবে https://kvsangathan.gov.in/। এরপর KVS Teaching & Non-Taching 2022 Vacancy Link-এ ক্লিক করতে হবে। ছবি, স্বাক্ষর এবং প্রাসঙ্গিক নথি আপলোড করার পর জমা দিতে হবে ফি।
কীভাবে চলবে নিয়োগ প্রক্রিয়া? নিয়োগের জন্য প্রথমে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। এরপর নেওয়া হবে স্কিল টেস্ট। তারপর ইন্টারভিউ। সব শেষে যোগ্য প্রার্থীদের জন্য হবে নথি যাচাইকরণ। শেষে মেডিকেল পরীক্ষায় পাশ করলে দেওয়া হবে চূড়ান্ত নিয়োগপত্র।