Shah Rukh Khan: লম্বা চুলে কাঁচা-পাকা দাড়ির এসআরকে, রাজা কি বৃদ্ধ হলেন?
প্রসঙ্গত, কাঁচা-পাকা লুকের এসআরকে দেখে কিন্তু ভক্তমহলে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া, কেউ করেছেন তারিফ আবার কেউ বা রাজার বৃদ্ধ হওয়া দেখে মনে মনে হয়েছেন দুঃখিত।
উইকিপিডিয়া বলছে, খাতায় কলমে তাঁর বয়স ৫৬। তবে ভক্তমনে তিনি এখনও ৪০-এর যুবক। কাঁচা-পাকা দাড়ি, লম্বা চুল– হঠাৎ করেই শাহরুখ খানের এক ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে। রাজা কি বৃদ্ধ হলেন নাকি কোনও ছবির জন্য স্পেশ্যাল লুক? এই ভাইরাল ছবির পিছনে সত্যতা কতটা? খতিয়ে দেখা যাক…।
ছবিটি এডিটেড, বলা যেতে পারে ফোটোশপড। চার বছরে ঠিক ওই পোজেই এসআরকে’র এক ছবি তুলেছিলেন সেলিব্রিটি ছবিয়াল ডাব্বু রতনানি। ডিজিটাল দুনিয়ায় সেই ছবিই হঠাৎ করে ভাইরাল। তবে একটু অন্যভাবে। কে বা কারা ছবিটি এডিট করেছিলেন তা জানা যায়নি তবে এ সবের মাঝেই ডাব্বু আবার তাঁর তোলা পুরনো সেই ছবি শেয়ার করেছেন রবিবারই। সেখানে অবশ্য কিং খানের মাথা ভর্তি ঘন কালো চুল, মুখে সেই সিগনেচার হাসি। ভাইরাল ছবির এডিটেড কাহিনী যে ডাব্বু অবধিও পৌঁছেছে তা জানাচ্ছে ছবিয়ালের শেয়ার করা ছবির ক্যাপশন। ডাব্বু লিখেছেন, ” নিজের মতো হও। কারণ, আসলে মূল্য নকলের থেকে অনেক বেশি।”
প্রসঙ্গত, কাঁচা-পাকা লুকের এসআরকে দেখে কিন্তু ভক্তমহলে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া, কেউ করেছেন তারিফ আবার কেউ বা রাজার বৃদ্ধ হওয়া দেখে মনে মনে হয়েছেন দুঃখিত। গত বছরের শেষের দিকে এসআরকে’র উপর দিয়ে বয়ে গিয়েছে ঝড়। ছেলে আরিয়ানের নাম জড়িয়েছেন মাদক কাণ্ডে। হাজতবাসও করতে হয়েছে তাঁকে। যদিও ছাড়া পান তিনি। ছেলের মাদক কাণ্ডের পর থেকেই সোশ্যাল মিডিয়াতেও কিং খানের দেখা মেলা ভার। সম্প্রতি আইপিএলের নিলামেও দেখা যায়নি তাঁকে। পরিবর্তে হাজির ছিলেন ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা। নিজের ‘বদলে যাওয়া লুক’ কি দেখেছেন কিং খান? প্রশ্ন জাগছে ভক্তদের মনেও।
View this post on Instagram
আরও পড়ুন: Super Singer Season 3: আরও এক বলি গায়িকা বিচারকের আসনে, কে তিনি?
আরও পড়ুন: Samantha Secrets: কে এই ‘চ্যা’? যাঁকে একপলক দেখার জন্য আকাশ-জমি এক করে দিতেন সামান্থা