সৃজিতের মদ পরমের পেটে! স্বস্তিকা এসে বললেন, ‘এই আমাদের ছবি…’
বৃহস্পতিবার রাতের ওই রাতপার্টিতে হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায়। এসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। হঠাৎই নিবু নিবু আলোয় বাজতে শুরু করে গত বছরের সেই ভাইরাল গান 'জামাল কুদু'। ব্যস ওমনি ডান্সফ্লোরে সৃজিত সঙ্গে জমিয়ে নাচ।

শহরের হাইপ্রোফাইল রাতপার্টি, আয়োজক প্রথম সারির এক ওটিটি প্ল্যাটফর্ম… সেখানে গসিপ হবে না, হবে না খানিক খুনসুটি তা কী করে হয়? হল ঠিক তা-ই। লাগামছাড়া উন্মাদনায় তথাকথিত খোলস ছেড়ে সেলেবরা দেখালেন তাঁদের স্বরূপ। তা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হল না! তাতে অবশ্য থোড়াই কেয়ার তাঁদের।
বৃহস্পতিবার রাতের ওই রাতপার্টিতে হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায়। এসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। হঠাৎই নিবু নিবু আলোয় বাজতে শুরু করে গত বছরের সেই ভাইরাল গান ‘জামাল কুদু’। ব্যস ওমনি ডান্সফ্লোরে সৃজিত সঙ্গে জমিয়ে নাচ। পরিচালক আবার ‘পারফেকশনিস্ট’। হঠাৎই তাঁর নজরে আসে মাথায় নেই তো মদের গ্লাস! ওদিকে ববি দেওল যে… সঙ্গে সঙ্গে সৃজিতের মাথায় হাজির মদভর্তি গ্লাস। পাশাপাশি তুমুল নাচ সিগনেচার পোজের সঙ্গে। পরমও কী কম যান? সৃজিতের মাথা থেকেই মদ ছিনিয়ে চুমুক দিলেন তিনিও। সৃজিত যদিও এ সবের মধ্যে নাচা থামাননি। গ্লাস নিজের জায়গাতে ফিরতেই আবার সেই ‘জামাল জামাল…’। ব্যস, ঘটল বিপত্তি। গ্লাস গেল পড়ে, মদ খেল গড়াগড়ি। স্বস্তিকা কিছুটা চেষ্টা করেছিলেন গ্লাস বাঁচানোর, তবে লাভ হল না খুব একটা।
View this post on Instagram
এর কিছু পরেই শুরু হল ফটোশুট। রাতপার্টি তখন জমে উঠেছে। হঠাৎ করেই ক্যামেরা দেখে পরমকে পাশে নিয়ে স্বস্তিকার চিৎকার, “এই আমাদের ছবি কে তুলবে”? ছবি উঠল। পাশ থেকে এল টিপ্পনি। সব মিলিয়ে জমে উঠল বর্ষশুরুর মেগা সেলিব্রেশন।
View this post on Instagram





