Shruti Hassan: আগের চেয়ে ভাল আছেন বাবা কমল হাসান, স্বস্তিতে শ্রুতি
ইনস্টাগ্রামে এক সাদা-কালো ছবি শেয়ার করেছেন তিনি। সেই ছবিতেই দেখা যাচ্ছে শ্রুতির একপাশে রয়েছেন তাঁর বোন অক্ষরা হাসান ও অন্যদিকে রয়েছেন প্রেমিক শান্তুনু হাজারিকা।

আপাতত পরিবারে খানিক স্বস্তি। কোভিড আক্রান্ত কমল হাসান আগের থেকে ভাল আছেন। বাবা ভাল থাকায় মেয়ের চিন্তাও কিছুটা হলেও কমেছে। প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনিও। শ্রুতির প্রিয় মানুষ কারা?
ইনস্টাগ্রামে এক সাদা-কালো ছবি শেয়ার করেছেন তিনি। সেই ছবিতেই দেখা যাচ্ছে শ্রুতির একপাশে রয়েছেন তাঁর বোন অক্ষরা হাসান ও অন্যদিকে রয়েছেন প্রেমিক শান্তুনু হাজারিকা। ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন, “আমার প্রিয় মানুষেরা”।
প্রসঙ্গত, নিজের ৬৭ তম জন্মদিন পালনের পরেই করোনায় আক্রান্ত হন কমল হাসান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে দুর্বলতা অনুভব করেছিলেন শরীরে। সেই সঙ্গে ছিল সর্দিও। সময় নষ্ট না করে করোনা পরীক্ষা করিয়েছিলেন কমল হাসান। রিপোর্ট পজ়িটিভ আসায় তৎক্ষণাৎ নিজেকে আলাদা করেন নেন অভিনেতা। তবে বাড়িতে নয় তিনি ভর্তি হাসপাতালে।
বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে শ্রুতি সম্প্রতি এক টুইটও করেছিলেন। সেই টুইটে তিনি লিখেছিলেন, তাঁর বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সেই সঙ্গে এই সময় পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদও জানান শ্রুতি। আপাতত কমল হাসান সুস্থ হয়ে বাড়ি ফিরুক, সেই অপেক্ষাতেই দিন গুণছেন তাঁর পরিবার ও ভক্তরা।
Thankyou for all your wishes and prayers for my fathers health ? He is recovering well and is looking forward to interacting with all of you soon !!
— shruti haasan (@shrutihaasan) November 24, 2021
আরও পড়ুন- Salman Khan: ‘অন্তিম’ দেখতে গিয়ে এ কী! সিনেমা হলের মধ্যেই দেদার বাজি ফাটাল সলমন-ভক্তরা
View this post on Instagram





