Rhea’s birthday: রিয়ালিটি শো থেকে VJ, ২৫ বার রিয়াকে ‘আই লাভ ইউ’ বলেছিলেন আয়ুষ্মান খুরানা!

এক বছর ধরে বিতর্ককে সঙ্গী করে চলা রিয়ার জার্নি শুরু হয়েছিল এক রিয়ালিটি শো থেকেই। কীভাবে? জেনে নিন।

| Edited By: | Updated on: Jul 01, 2021 | 9:14 PM
২৯ বছর পড়লেন রিয়া চক্রবর্তী। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় দেননি কোনও পোস্ট। নেই সেলিব্রেশনের ছবিও। এক বছর ধরে বিতর্ককে সঙ্গী করে চলা রিয়ার জার্নি শুরু হয়েছিল এক রিয়ালিটি শো থেকেই। কীভাবে? জেনে নিন।

২৯ বছর পড়লেন রিয়া চক্রবর্তী। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় দেননি কোনও পোস্ট। নেই সেলিব্রেশনের ছবিও। এক বছর ধরে বিতর্ককে সঙ্গী করে চলা রিয়ার জার্নি শুরু হয়েছিল এক রিয়ালিটি শো থেকেই। কীভাবে? জেনে নিন।

1 / 6
শো'র নাম MTV Teen Diva... রিয়া তখন পড়াশোনা করছেন। বয়স অল্প। ওই শো তিনি জিততে পারেননি ঠিকই, কিন্তু তাঁর মুখশ্রী, কথা বলতে পারার ক্ষমতার জন্য এমটিভি যে জায়গা করে নেন ভিডিয়ো জকি হিসেবে। সে সময় ওই চ্যানেলে রিয়াই ছিলেন সবচেয়ে ছোট হোস্ট।

শো'র নাম MTV Teen Diva... রিয়া তখন পড়াশোনা করছেন। বয়স অল্প। ওই শো তিনি জিততে পারেননি ঠিকই, কিন্তু তাঁর মুখশ্রী, কথা বলতে পারার ক্ষমতার জন্য এমটিভি যে জায়গা করে নেন ভিডিয়ো জকি হিসেবে। সে সময় ওই চ্যানেলে রিয়াই ছিলেন সবচেয়ে ছোট হোস্ট।

2 / 6
এমটিভি হোয়াটস অ্যাপ, গন ইন ৬০ সেকেন্ডস, টিক-ট্যাক কলেজ বিট সহ নানা জনপ্রিয় শো সঞ্চালনা করেছেন তিনি। একসঙ্গে কাজ করেছেন ওই চ্যানেলের আর এক ভিডিয়ো জকি বাণীর সঙ্গেও।

এমটিভি হোয়াটস অ্যাপ, গন ইন ৬০ সেকেন্ডস, টিক-ট্যাক কলেজ বিট সহ নানা জনপ্রিয় শো সঞ্চালনা করেছেন তিনি। একসঙ্গে কাজ করেছেন ওই চ্যানেলের আর এক ভিডিয়ো জকি বাণীর সঙ্গেও।

3 / 6
গন ইন ৬০ সেকেন্ডসে রিয়ার সঙ্গে ছিলেন আয়ুষ্মান খুরানাও। তাঁরও উত্থান ওই চ্যানেলের হাত ধরেই। ওখানেই একবার এক টাস্ক দেওয়া হয় আয়ুষ্মানকে। বলিঊড স্টারদের অনুকরণ করে ২৫ বার রিয়াকে আই লাভ ইউ বলতে হবে আয়ুষ্মানকে। তিনি বলেছিলেন। পরবর্তীতে আয়ুষ্মানের গানে একসঙ্গে মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন রিয়া।

গন ইন ৬০ সেকেন্ডসে রিয়ার সঙ্গে ছিলেন আয়ুষ্মান খুরানাও। তাঁরও উত্থান ওই চ্যানেলের হাত ধরেই। ওখানেই একবার এক টাস্ক দেওয়া হয় আয়ুষ্মানকে। বলিঊড স্টারদের অনুকরণ করে ২৫ বার রিয়াকে আই লাভ ইউ বলতে হবে আয়ুষ্মানকে। তিনি বলেছিলেন। পরবর্তীতে আয়ুষ্মানের গানে একসঙ্গে মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন রিয়া।

4 / 6
করেছেন বেশ কয়েকটি সিনেমাও। 'মেরি ড্যাড কি মারুতি', 'সোনালি কেবল'সহ একাধিক ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন। সেই ছবি যদিও এখনও মুক্তি পায়নি।

করেছেন বেশ কয়েকটি সিনেমাও। 'মেরি ড্যাড কি মারুতি', 'সোনালি কেবল'সহ একাধিক ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন। সেই ছবি যদিও এখনও মুক্তি পায়নি।

5 / 6
কিন্তু হিসেব বদলেছে বিগত একবছরে। সুশান্তের মৃত্যুর পর নেটিজেনদের একটা বড় অংশের চোখে  তিনি কখনও হয়ে গিয়েছেন 'ভিলেন' আবার কখনও বা 'অপয়া'। বয়েছে একের পর এক ঝড়। বলিপাড়ার খবর বলছে তিনি নাকি আবারও কাজ খুঁজছেন। ঘুরে দাঁড়াতে চাইছেন। তাঁকে নাকি দেখা যেতে পারে বিগবসের পরবর্তী সিজনেও।

কিন্তু হিসেব বদলেছে বিগত একবছরে। সুশান্তের মৃত্যুর পর নেটিজেনদের একটা বড় অংশের চোখে তিনি কখনও হয়ে গিয়েছেন 'ভিলেন' আবার কখনও বা 'অপয়া'। বয়েছে একের পর এক ঝড়। বলিপাড়ার খবর বলছে তিনি নাকি আবারও কাজ খুঁজছেন। ঘুরে দাঁড়াতে চাইছেন। তাঁকে নাকি দেখা যেতে পারে বিগবসের পরবর্তী সিজনেও।

6 / 6
Follow Us: