Shahid-Ananya: ভাইয়ের প্রাক্তন প্রেমিকা অনন্যার সঙ্গে মঞ্চ মাতানো পর, এবার কি একসঙ্গে রোম্যান্সও করবেন শাহিদ!
Shahid-Ananya: ‘খালি পিলি’ ছবি থেকে অনন্যা আর ইশানের বন্ধুত্ব আর প্রেমের শুরু। দুজনে একে অপরে সঙ্গে ঘুরতে গিয়েছেন। দুজনের পরিবারেও দেখা গিয়েছে।
সদ্য শেষ হয়েছে আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এই বছর একেক জন একে রকমভাবে মঞ্চ মাতিয়েছেন। যার মধ্যে রয়েছে শহিদ কাপুর (Shahid Kapoor) এবং অনন্যা পান্ডের (Ananya Pandey) একটি চোখ ধাঁধানো পারফর্মেন্সও। মঞ্চে তাঁদের রসায়ন দেখে সকলেই মুগ্ধ। পরিচালক থেকে কাস্টিং ডিরেক্টর সকলেই নাকি ভাবতে শুরু করেছেন এবার কি তাঁদের একসঙ্গে সিনেমায় কাস্ট করা যেতে পারে? অনুরাগীদের মনেও উঠেছে প্রশ্ন, সত্যি ভাই ইশান খট্টরের প্রাক্তন প্রেমিকার সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করবেন শাহিদ কাপুর? শোনা এই দুই অভিনেতাকে নিয়ে একটি সিনেমা করার সম্ভাবনা বলিউডে তৈরি হয়েছে। তবে সবটাই রয়েছে আলোচনার পর্বে। তবে দুইজনকে পর্দায় একসঙ্গে ভাল লাগবে, এটা তাঁদের ডান্স পারফর্মেন্স দেখে সকলের মনে হয়েছে।
এই বিষয়ে শাহিদকে একটি সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন ছিল, সত্যি কি তাঁরা একসঙ্গে স্ক্রিন ভাগ করবেন? উত্তরে হায়দরের অভিনেতার উত্তর, “অনন্যা মিষ্টি মেয়ে। কিন্তু এই ধরনের প্রশ্ন সত্যিই পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতাদের জিজ্ঞেসা করা উচিত, কারণ অভিনেতারা তাঁদের পছন্দের অভিনেতাদের বেছে নিতে পারে না। যদিও মানুষ বিশ্বাস করেন, কিন্তু বিশ্বাস করুন, অন্তত এই প্রজন্মের আমরা কেউ এমনটা করতে পারি না”।
‘খালি পিলি’ ছবি থেকে অনন্যা আর ইশানের বন্ধুত্ব আর প্রেমের শুরু। দুজনে একে অপরে সঙ্গে ঘুরতে গিয়েছেন। দুজনের পরিবারেও দেখা গিয়েছে। এই বছর শাহিদের জন্মদিনের পার্টিতেও দেখা গিয়েছে অনন্যাকে। তবে কিছুদিন আগে দুইজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কেন তা অবশ্য জানা যায়নি। প্রেম ভাঙলেও দুজনের বন্ধুত্ব থাকবে, এমনটাই জানা গিয়েছে।
বিজয় দেবেরাকোন্ডর সঙ্গে ছবি লাইগার মুক্তির অপেক্ষায়। অন্যদিকে গেহরাইয়াঁ ছবির সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী আর আদর্শ গৌরবের সঙ্গে করছেন খো গেয়ে হাম কাহাঁ।
অন্যদিকে শহিদ কাপুর এবং বিজয় সেতুপতি প্রথমবার একসঙ্গে ডিজিটাল ছবি ‘ফার্জি’ করছেন। যেখানে রাজ এবং ডিকেও আছেন। জাল টাকার জগতের উপর ছবিটি তৈরি করা হয়েছে। এই খানে শাহিদ কাপুর কালো বাজারের র্যাকেটের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ‘ফার্জি’ হাস্যরসের মধ্যে দিয়ে বন্দুক, অর্থ, সাহসিকতা, কেলেঙ্কারী, দুর্নীতি, অপরাধ এবং অন্ধকার-এর গল্প বলেছে। এখানে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন কে কে মেনন, রাশি খান্না এবং প্রবীণ তারকা অমল পালেকারের মতো বিখ্যাত অভিনেতা।