Mithun Chakraborty Birthday: আত্মহত্যার কথাও একসময় ভেবেছিলেন মিঠুন চক্রবর্তী, জন্মদিনে ফিরে দেখা তাঁর লড়াই
Mithun Chakraborty Birthday: গৌরাঙ্গ থেকে মিঠুন চক্রবর্তী হওয়ার লড়াইতে পার্কে শুয়েও থেকেছেন। নিজেই বলেন 'ফুটাপাত' থেকে উঠে আসা অভিনেতা তিনি।
![Mithun Chakraborty Birthday: আত্মহত্যার কথাও একসময় ভেবেছিলেন মিঠুন চক্রবর্তী, জন্মদিনে ফিরে দেখা তাঁর লড়াই Mithun Chakraborty Birthday: আত্মহত্যার কথাও একসময় ভেবেছিলেন মিঠুন চক্রবর্তী, জন্মদিনে ফিরে দেখা তাঁর লড়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/06/mithun.jpg?w=1280)
আজ ৭২ বছরের জন্মদিন মিঠুন চক্রবর্তীর। কলকাতার ছেলে জীবন কাহিনি কোনও সিনেমার থেকে কম নয়। জীবনের ওঠা-পড়া তাঁর মতো খুব কম অভিনেতাই দেখেছেন। প্রথম ছবি মৃণাল সেনের ‘মৃগয়া’। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার। তার পরও বছর দুয়েক ছোট-খাটো চরিত্রে অভিনয়। অমিতাভ বচ্চন-রেখা অভিনীত ‘দো আনজানে’ ছবিতে একটি দৃশ্যেও অভিনয় করেন তিনি সেই সময়। পরে যদিও অমিতাভের সঙ্গে ‘অগ্নিপথ’ ছবিতে সহ অভিনেতা ছিলেন। কিন্তু প্রথম দিকে তাঁর কেরিয়ারের অবস্থা খুব খারাপ ছিল। এক সময় তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। নিজেই সেই কথা জানিয়েছিলেন সাক্ষাৎকারে।
সিনেমা, টেলিভিশনে তাঁর কাজ দর্শক মনে জয় করেছে। ‘মেরা রক্ষক’ ছবি দিয়ে তিনি বক্স অফিসে সাফল্য পান। এরপর এক এক করে নানা ধরনের ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। ভারতের ‘মাইকেল জ্যাকসন’ তিনিই। প্রথম তিনিই ভারতীয় সিনেমায় ‘ডিস্কো ডান্সার’। তাঁর ডান্সে মজেছেন আট থেকে আশি। তিনিই প্রথম ভারতীয় যাঁর সিনেমা প্রথম ১০০ কোটি ক্লাবে নাম লিখিয়েছে।
টেলিভিশনে তিনি মহাগুরু রূপে প্রথম ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে। মাঝে রাজনীতির কারণে একটু ব্যাকফুটে চলে যান। কিন্তু তাঁর নাম মিঠুন চক্রবর্তী। গৌরাঙ্গ থেকে মিঠুন চক্রবর্তী হওয়ার লড়াইতে পার্কে শুয়েও থেকেছেন। নিজেই বলেন ‘ফুটাপাত’ থেকে উঠে আসা অভিনেতা তিনি। তাঁর লড়াই থেকে অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন। আজকে সিনেমায় কোরিওগ্রাফাররা যে একটা আলাদা স্থান পান, তার পিছনেও অনেকটাই হাত মিঠুন চক্রবর্তী।
তিনি খারপ সময় পেরিয়ে আসবেন, তা সময়ের অপেক্ষা। সিনেমা, টেলিভিশনের পর এবার তিনি পা রেখেছেন ডিজিটাল মাধ্যমেও। তাঁর অভিনীত প্রথম ওটিটি সিরিজ ‘বেস্টসেলার’ প্রশংসিত হয়েছে। তাঁর চরিত্রটিও সকলে পছন্দ করেছে।’ দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। টেলিভিশনে বিভিন্ন রিয়্যালিটি শোতেও দেখা যাচ্ছে তাঁকে।