Nushratt Bharuccha: কন্ডোম বিক্রির ‘অপরাধে’ নুসরতকে ক্রমাগত কটাক্ষ! অতিষ্ঠ হয়ে ওঠে জীবন
Nushratt Bharuccha: কন্ডোম সেলস গার্লের চরিত্র অতিষ্ঠ করে তুলেছিল তাঁর জীবন।
![Nushratt Bharuccha: কন্ডোম বিক্রির 'অপরাধে' নুসরতকে ক্রমাগত কটাক্ষ! অতিষ্ঠ হয়ে ওঠে জীবন Nushratt Bharuccha: কন্ডোম বিক্রির 'অপরাধে' নুসরতকে ক্রমাগত কটাক্ষ! অতিষ্ঠ হয়ে ওঠে জীবন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/06/Untitled-design-2022-06-18T154414.475.jpg?w=1280)
একটা চরিত্রের জন্য জন্য যে এতটা মূল্য দিতে হবে তা হয়তো নিজেও ভাবতে পারেননি নুসরত। কন্ডোম সেলস গার্লের চরিত্র অতিষ্ঠ করে তুলেছিল তাঁর জীবন। শুধু যে তাঁর জীবন অতিষ্ঠ করে তুলেছিল এমনটা তো নয় তাঁর পরিবারের উপর দিয়েও বয়ে গিয়েছিল ঝড়। মন্তব্য এসেছিল, “আমায় কন্ডোম পরিয়ে দেবে”? আবার কেউ বা লিখেছিলেন, “তোমার লজ্জা করে না”! নুসরতের অপরাধ কী ছিল?
এমন একটি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন যে চরিত্রের কাজ ছিল কণ্ডোম বিক্রি করা। মধ্যপ্রদেশের এক ছোট শহরের মেয়ে। নিজের শহরেই বেছে নিয়েছিলেন এমন এক কাজ। ছবির নাম ‘জনহিত মে জারি’। জন্ম নিয়ন্ত্রণে কন্ডোমের উপকারিতা নিয়ে এত প্রচার সেখানে মানুষকে আরও সচেতন করতে ও ট্যাবু ভেঙে অন্য ঘরানা ছবিতে অভিনয়ই ছিল তাঁর প্রয়াস– এমনটাই জানিয়েছিলেন নুসরত। কিন্তু অভিনেত্রীকে কন্ডোম বিক্রেতার রূপে দেখতে নারাজ ছিল নেটিজেনদের একটা বড় অংশ। আসতে লাগল একের পর এক কুৎসিত মন্তব্য। কেমন অবস্থা হয়েছিল সে সময় নুসরতের? এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এত নোংরা নোংরা মেসেজ এসেছিল শুধু আমি নই আমার গোটা পরিবারের উপর এর প্রভাব পড়েছিল। দু’রাত ঘুমোতে পারিনি আমি।” তবে চুপ করে থাকেননি নুসরত। দু’দিনের পর তিন দিন ইনস্টাগ্রামে এক ভিডিয়ো পোস্ট করেছিলেন। তীব্র ধিক্কার করেছিলেন সেই সব মানুষদের যারা কুৎসিত মন্তব্য করেছিলেন নুসরতকে। করেছিলেন ট্রোলের প্রতিবাদ। সে প্রসঙ্গে নুসরত যোগ করেন, “তিন দিনের দিন আমার মনে হল কেন আমি এই মানুষগুলোকে কিছু বলব না? আমার মনে হল এক স্বাধীন দেশের নাগরিক আমি। আমারও বাকস্বাধীনতার অধিকার রয়েছে। তাহলে আমি যা বলতে চাই সবার সামনে তা কেন বলব না?”
গত ১০ জুন মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিনে ওই ছবির আয় ছিল ৪২ লক্ষ টাকা। কিন্তু এর পর থেকেই ছবির আয় ব্যাপকভাবে কমতে শুরু করে। এক সপ্তাহ পর ওই ছবির আয় গিয়ে দাঁড়ায় ৩ কোটি ৩৩ লক্ষ টাকায়। ছবিতে নুসরত ছাড়াও রয়েছে অন্নু কাপুর, পাভালি গুলাটিসহ অনেকেই।