Sherlyn Chopra: বিপাকে শার্লিন চোপড়া, ৫০ কোটির মানহানির মামলা করলেন রাজ-শিল্পা
প্রসঙ্গত, এর আগে ২০২১-এর এপ্রিলে রাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন শার্লিন। লিখিত অভিযোগে শার্লিন জানান, ২০১৯-এর শুরুর দিকে নিজের বিজনেস ম্যানেজারের মাধ্যমে আলোচনার প্রস্তাব দেন।
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছিলেন শার্লিন চোপড়া। এর ঠিক তিন দিন পর শার্লিনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ ও শিল্পা। একই সঙ্গে দাবি করলেন ৫০ কোটি টাকাও।
আইনজীবী মারফৎ নোটিস পাঠিয়ে রাজ ও শিল্পার তরফে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে এতদিন শার্লিন যা যা বলেছেন তাঁদের সম্পর্কে তা অবমাননাকর এবং একই সঙ্গে মিথ্যে। সেই নোটিসে এও দাবি করা হয়েছে কুন্দ্রা পরিবারের থেকে পয়সা আদায়ের জন্যই এমনটা করছেন শার্লিন। রাজ কুন্দ্রার পাশাপাশি শিল্পা শেট্টিকেও যেভাবে শার্লিন টেনে এনেছেন তাঁরও চরম নিন্দা করা হয়েছে রাজের পরিবারের তরফে।
প্রসঙ্গত, এর আগে ২০২১-এর এপ্রিলে রাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন শার্লিন। লিখিত অভিযোগে শার্লিন জানান, ২০১৯-এর শুরুর দিকে নিজের বিজনেস ম্যানেজারের মাধ্যমে আলোচনার প্রস্তাব দেন। ২৭ মার্চ, ২০১৯ রাজের সঙ্গে শার্লিন ব্যবসা সংক্রান্ত মিটিং করেন। এরপর টেক্সট মেসেজে তাঁদের মধ্যে বাদানুবাদ হয়। তার জেরে রাজ তাঁর বাড়ি চলে গিয়েছিলেন বলে অভিযোগ করেন শার্লিন। সে সময় শার্লিনের বাড়িতেই রাজ নাকি হঠাৎই তাঁকে চুম্বন করতে শুরু করেন। কিন্তু শার্লিন বাধা দেন বলে জানিয়েছেন।
শার্লিনের কথায়, “রাজের ওই আচরণ দেখে আমি ওঁর স্ত্রী শিল্পা শেট্টির সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চেয়েছিলাম। রাজ জানিয়েছিল ওদের সম্পর্ক কমপ্লিকেটেড। সে কারণেই বাড়িতে অধিকাংশ সময় নাকি স্ট্রেসে থাকত রাজ। আমি সমানে ওকে বলতে থাকি, এমন করো না। আমি ভয় পেয়েছিলাম। কোনওমতে দৌড়ে ওয়াশরুমে চলে যাই। রাজ বাড়ি থেকে না চলে যাওয়া পর্যন্ত ওয়াশরুমেই ছিলাম।”
রাজ-শিল্পার তরফে করা এই মানহানির মামলায় জানানো হয় পরবর্তীতে সেই মামলা তুলে নেওয়ার জন্য নাকি ৪৮ লক্ষ টাকা দাবি করেন শার্লিন। যদিও শার্লিনের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: Dhakkad-Kangana: প্রকাশ্যে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘ধক্কড়’ ছবি মুক্তির নতুন তারিখ
আরও পড়ুন: Soha Ali Khan: মিমি ভ্যানে মিকি মাউজ়ের সঙ্গে কী করছেন সোহা আলি?
আরও পড়ুন: KBC: কেন ছেলের পদবী ‘বচ্চন’ রেখেছিলেন অমিতাভের বাবা? নেপথ্যে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা