Koffee with Karan 7: টাইগারের সঙ্গে করণ ঘটকালি করাতে চেয়েছিলেন এই স্টার কিডের, শেষমেশ কী হয়েছে দেখুন!

Tiger-Shanaya: সেদিন ছিল করণ জোহরের ৫০তম জন্মদিন। বাড়িতে বিরাট পার্টির আয়োজন করেছিলেন কারণ। এসেছিলেন টাইগার ও সেই স্টার কিড।

Koffee with Karan 7: টাইগারের সঙ্গে করণ ঘটকালি করাতে চেয়েছিলেন এই স্টার কিডের, শেষমেশ কী হয়েছে দেখুন!
করণ, শানায়া ও টাইগার...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 7:20 AM

বলিপাড়ার অন্যতম চর্চিত প্রেম টাইগার শ্রেফ ও দিশা পাটানির। কিন্তু সেই প্রেম ভেঙে গিয়েছে অনেক মাস আগেই। রাস্তা আলাদা হয়ে যায় দুই তারকার। এই মুহূর্তে টাইগার ‘সিঙ্গল’। যদিও তিনি বলেছেন, শ্রদ্ধা কাপুরকে তাঁর বেশ পছন্দ। তবে এর মধ্যেই এক তারকা কন্যার সঙ্গে তাঁর ঘটকালি করাতে চেয়েছিলেন করণ জোহর। ‘কফি উইথ করণ’ সিজ়ন ৭-এর সাম্প্রতিকতম এপিসোডে সেই রহস্যই ফাঁস হয়েছে এবার। বলিউডে অফ-স্ক্রিন ম্যাচ মেকিং, স্টার কিডদের লঞ্চ করা – এসবই করে থাকেন করণ জোহর। তাই ‘সিঙ্গল’ টাইগারেরও ঘটকালি করতে চেয়েছিলেন তিনি।

সেদিন কী ঘটেছিল?

সেদিন ছিল করণ জোহরের ৫০তম জন্মদিন। বাড়িতে বিরাট পার্টির আয়োজন করেছিলেন কারণ। আর করণের পার্টি মানেই সকলে আমন্ত্রিত। বিশেষ করে তরুণ প্রজন্মের তারকারা। বারবারই লাইমলাইটে থাকে করণের এই সব পার্টি। এবারও ব্যতিক্রম ঘটেনি। কেউ-কেউ ভোর ৫টা পর্যন্তও পার্টিতে ছিলেন। আমন্ত্রিত হয়ে টাইগারও এসেছিলেন। কিন্তু মাত্র ১ ঘণ্টা থেকে তিনি বেরিয়ে যান পার্টি থেকে। এরই মধ্যে টাইগারের ঘটকালি করতে চেয়েছিলেন করণ।

অভিনেতা সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের কন্যা শানায়া কাপুরকে তিনি কথা বলতে পাঠিয়েছিলেন টাইগারের কাছে। তাঁরা অনেকক্ষণ কথাও বলেন। কিন্তু শানায়া আবার ফিরে আসেন। করণকে এসে তিনি বলেন, বিষয়টা ঠিক জমেনি। কেননা, তাঁর বারবারই মনে হয়েছে, টাইগার তাঁর সঙ্গে কথা বলেছেন ঠিকই, কিন্তু তিনি হয়তো বোরও হয়েছেন। শানায়ার সঙ্গে আর এগোয়নি বিষয়টা। এই ঘটনার কথা ‘কফি উইথ’ করণ উঠে এসেছে এবার। টাইগার যদিও বলেছেন, তাঁর ইদানিং নাকি ভাল লাগছে শ্রদ্ধা কাপুরকে।