Aindrila Sharma: পরচুলা পরিয়েই বিয়ের শুট করতে চেয়েছিল, আমি রাজি হইনি: ঐন্দ্রিলা শর্মা
Aindrila Sharma: দিন কয়েক আগেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির ছিলেন তিনি। তাঁর ক্যানসার যুদ্ধের কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি রচনাও।
মাথা ভর্তি সিঁদুর, লাল পাড় সাদা শাড়ি, নাকে নথ, মাথায় টোপর… ক্যানসার যুদ্ধে হার না মানা মেয়েটার এই ছবি এই মুহূর্তে নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। কেউ তাঁর কামব্যাককে করছেন কুর্নিশ, কেউ আবার করছেন তাঁর রূপের প্রশংসা। এক বছর পর আবারও প্রফেশনাল ফোটোশুট করিয়েছেন ঐন্দ্রিলা। তাও আবার বিয়ের কনের সাজে। সাবাসি তো তাঁর প্রাপ্যই।
তবে এ সবের মধ্যেই ঐন্দ্রিলা যেন আরও একবার ছক ভাঙা। বৌ মানেই লম্বা একঢাল ঘন কালো চুলের এই বস্তাপচা কনসেপ্টকে রীতিমতো তুড়ি মেড়ে উড়িয়ে দিয়ে ছোট চুলেই করেছেন বাজিমাত। কেমোর জন্য চুল পড়ে গিয়েছিল তাঁর। চিকিৎসা প্রক্রিয়া শেষ হতেই ক্রমে চুল গজাচ্ছে। এখনও ঘন কেশরাশির দেখা মেলেনি। কিন্তু তাই বলে কি বিয়ের সাজ সাজা যায় না?
টিভিনাইন বাংলাকে ঐন্দ্রিলা বলছিলেন, “ওরা বলেছিল আমায় ফলস চুল লাগিয়ে দেবে, কিন্তু আমিই রাজি হলাম না। যা আছে তাই বরং থাক। এতেই আমি ভাল আছি”। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। মাঝের সময়টা বিরতি ছিল ঠিকই, তবে আবারও কাজে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর। শুধু যে ইচ্ছেই রয়েছে এমনটা কিন্তু নয়। কাজ নিয়ে চলছে নানা কথাও। ঐন্দ্রিলা জানালেন এখনও ফাইনাল কিছু হয়নি তবে আলোচনা চলছে।
দিন কয়েক আগেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির ছিলেন তিনি। তাঁর ক্যানসার যুদ্ধের কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি রচনাও। তবে এ সময়টা পরিবার ছাড়াও যে মানুষটি সব সময় তাঁর পাশে ছিলেন তিনি সব্যসাচী। টিভির পর্দায় এ যাবত যাকে আপনারা বামাক্ষ্যাপা হিসেবে দেখেছেন। কিছুদিন আগেই সব্যসাচীর সঙ্গে উত্তরবঙ্গে ঘুরে এসেছেন ঐন্দ্রিলা। মূর্তি নদীতে পা ভিজিয়ে শেয়ার করেছিলেন ছবিও। এখন আর পিছনে ফিরে তাকানো নয়। তাঁর শুধুই এগিয়ে যাওয়ার পালা।
View this post on Instagram