Bigg Boss 15: বিস্ফোরক কাণ্ড বিগবসে! দুই প্রতিযোগীর বিরুদ্ধে আপত্তিজনক ভাবে স্পর্শের অভিযোগ আফসানার
বিগবসে একটি টাস্ক চলছিল। সেই টাস্কেই আফসানার বিপরীত দলে ছিলেন ওই দুই প্রতিযোগী। সেকেন্ড রাউন্ড শেষ হতেই বাথরুম সংলগ্ন অঞ্চলে আফসানা সিম্বার দিকে উদ্দেশ্যে করে বলতে থাকে টাস্কের সময়ে তিনি নাকি আফসানাকে আপত্তিজনক ভাবে স্পর্শ করেছেন।
চলছে বিগবসের ১৫ সিজনে। আর এই সিজনেই দুই পুরুষ প্রতিযোগীর উপরে আপত্তিজনক ভাবে স্পর্শ করার বিস্ফোরক অভিযোগ আনলেন শো’র আর এক প্রতিযোগী আফসানা খান। ওই দুই প্রতিযোগী হলেন সিম্বা নাগপাল ও প্রতীক সহজপাল। কী অভিযোগ আফসানার?
বিগবসে একটি টাস্ক চলছিল। সেই টাস্কেই আফসানার বিপরীত দলে ছিলেন ওই দুই প্রতিযোগী। সেকেন্ড রাউন্ড শেষ হতেই বাথরুম সংলগ্ন অঞ্চলে আফসানা সিম্বার দিকে উদ্দেশ্যে করে বলতে থাকে টাস্কের সময়ে তিনি নাকি আফসানাকে আপত্তিজনক ভাবে স্পর্শ করেছেন। আফসানা সাবধান করেন, পরবর্তীতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় তবে তিনি সিম্বা মাথা ফাটিয়ে দিতেও কুণ্ঠিত হবেন না। প্রসঙ্গত, ওই টাস্কের সময় অন্য এক প্রতিযোগী উমর রিয়াজের সঙ্গেও ঝামেলায় জড়ান সিম্বা। তিনি আফসানার অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা বলেন, “তোমায় স্পর্শ করার কোনও শখ আমার নেই, তোমার সঙ্গে কথাও বলতে চাই না।” প্রতীকের বিরুদ্ধেও একই অভিযোগ আনেন আফসানা।
শো’র বাকি প্রতিযোগীর মধ্যে শমিতা শেট্টি, জয় ভানুসালী সিম্বা ও প্রতীকের হয়ে কথা বললেও, করণ কুন্দ্রা আফসানার পক্ষ নেন। শমিতার যুক্তি ছিল, আফসানা যদি কথায় কথায় ‘উওম্যান কার্ড’-এর প্রয়োগ করতে থাকে তা মুশকিল। করণ পাল্টা বলেন, যদি কোনও মহিলা এমন অভিযোগ এনে থাকে তাহলে তা এড়িয়ে যাওয়া উচিত নয়। এখানেই না থেমে করণ আরও বলেন, “যদি একজন মহিলা কোনও বিপদজ্জনক জায়গায় ও ধর্ষিত হয় তবে তুমি বলতে পার না মেয়েটি দোষী।” টাস্কের সময় হাতাহাতিকে ধর্ষণের সঙ্গে তুলনা করায় প্রতীক চড়াও হন করণের উপর। করণের উদ্দেশে তিনি বলেন, “তুমি একসময় আমার মেন্টর ছিলে। কিন্তু আজ তুমি যেভাবে ধর্ষণের সঙ্গে গোটা ঘটনার তুলনা করলে এর চেয়ে খারাপ জিনিস আমি আজ পর্যন্ত শুনিনি।” প্রতীক ব্যবহারে অবাক হয়ে যান করণও। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে বিগবসের গোটা বাড়ি।
আরও পড়ুন, Diwali 2021: দিওয়ালির সেলিব্রেশনে ইরফানকে আরও বেশি মনে পড়ছে সুতপা-বাবিলের
আরও পড়ুন, Monami Ghosh: ‘বাড়িতে খাবার নেই…?’, টুনি লাইটে ‘কামড়’ দিতেই প্রশ্ন মনামীকে