Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandipta Sen: ‘জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে…’, বিয়ের আগে এ কেমন কথা সন্দীপ্তার

Sandipta Sen Wedding: ৭ ডিসেম্বর সৌম্যকে বিয়ে করছেন সন্দীপ্তা। দক্ষিণ কলকাতার একটি সুন্দর বিয়েবাড়ি ভাড়া করা হয়েছে তাঁদের বিয়ে উপলক্ষে। গোলাপি পোশাক পরছেন সন্দীপ্তা। যে কারণে আমন্ত্রিত অতিথিদের গোলাপি না পরতে অনুরোধ করেছেন তিনি। আজ ১ ডিসেম্বর। একটা-একটা করে দিন চলে যাচ্ছে। আসছে সেই দিন বহু প্রতিক্ষিত দিন, যেদিন সৌম্যর গলায় মালা দেবেন সন্দীপ্তা।

Sandipta Sen: 'জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে...', বিয়ের আগে এ কেমন কথা সন্দীপ্তার
সন্দীপ্তা সেন।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 11:08 AM

বিয়ে করছেন সন্দীপ্তা সেন। দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছেন অভিনেত্রী। একটি ওটিটি প্লাটফর্মের উচ্চপদস্থ কর্মী সৌম্য। সন্দীপ্তা তাঁকেই বিয়ে করবেন চলতি ডিসেম্বর মাসে। অপেক্ষা আর মাত্র ৬দিনের। তাই নভেম্বরের শেষ দিন একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন সন্দীপ্তা। তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে, বিয়ের কনে হিসেবে তিনি কতটা উচ্ছ্বসিত।

৭ ডিসেম্বর সৌম্যকে বিয়ে করছেন সন্দীপ্তা। দক্ষিণ কলকাতার একটি সুন্দর বিয়েবাড়ি ভাড়া করা হয়েছে তাঁদের বিয়ে উপলক্ষে। গোলাপি পোশাক পরছেন সন্দীপ্তা। যে কারণে আমন্ত্রিত অতিথিদের গোলাপি না পরতে অনুরোধ করেছেন তিনি। আজ ১ ডিসেম্বর। একটা-একটা করে দিন চলে যাচ্ছে। আসছে সেই দিন বহু প্রতিক্ষিত দিন, যেদিন সৌম্যর গলায় মালা দেবেন সন্দীপ্তা। তাই তাঁর আর তর সইছে না। কিশোরী মেয়ের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সন্দীপটা লিখেছেন, “জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এরকমভাবে অপেক্ষা করব। সৌম্য মুখার্জি রেডি তো?”

স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ‘দুর্গা’ ধারাবাহিক থেকে অভিনয় জীবন শুরু করেছিলেন সন্দীপ্তা। টানা-টানা চোখ, পান-পাতার মতো মুখ, সন্দীপ্তাকে মা দুর্গা হিসেবে খুব সহজেই গ্রহণ করে নিয়েছিলেন দর্শক। এখনও পর্যন্ত ছোট পর্দায় সেরা দুর্গার তকমা পেয়েছেন সন্দীপ্তা। আজও রাস্তাঘাটে বেরোলে তাঁকে ‘ওই যে দুর্গা যাচ্ছে’ বলে চমক পান দর্শক। সেই মা দুর্গার বিবাহ সম্পন্ন হবে ৭ ডিসেম্বর।