AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prosenjit-Dev-kacher manush: মুক্তি পেল প্রসেনজিৎ-দেব অভিনীত ‘কাছের মানুষ’ ছবির ট্রেলার, বিকাশ রায়-অনুপ কুমারও রয়েছেন

Prosenjit-Dev-kacher manush: জীবন-মৃত্যুর এই গল্পে কে জিতবে, তা জানা যাবে ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ এইবারে পুজোতে কাছের মানুষের মুখোশ খুলবে।

Prosenjit-Dev-kacher manush: মুক্তি পেল প্রসেনজিৎ-দেব অভিনীত ‘কাছের মানুষ’ ছবির ট্রেলার, বিকাশ রায়-অনুপ কুমারও রয়েছেন
'কাছের মানুষ' ছবির ট্রেলার সামনে এল
| Edited By: | Updated on: Aug 26, 2022 | 3:31 PM
Share

মুক্তি পেল প্রসেনজিৎ, দেব, ইশা অভিনীত ‘কাছের মানুষ’ ছবির ট্রেলার। মুখ মুখোশের ভিড় যখন চিনিয়ে দেয় ‘কাছের মানুষ’। এই লাইনটি ছিল ছবির পোস্টারে। ছবির ট্রেলার শুরু হয়েছে একটা পুরনো বাংলা সিনেমার একটি দৃশ্য দিয়ে। যেখানে বিকাশ রায় এবং অনুপ কুমার জীবন-মৃত্যুর কথা বলছেন। ছবিটি রাজেন তরফদার পরিচালিত ১৯৬৪ সালের ‘জীবন কাহিনি’ ছবির দৃশ্য সেটি। এর পরই শুরু ‘কাছের মানুষ’ ছবির গল্প বলা। মায়ের চিকিৎসার জন্য দেব একটা ডেথ বেনিফিট ইন্সোরেশন পলিসি করে। করায় প্রসেনজিৎ। এবার তাঁকে মরতে হবে। কিন্তু পারে না। জীবনে আসে ইশা। কোথাও যেন পুরনো গল্প নতুন আঙ্গিকে করেছেন পরিচালক পথিকৃৎ বসু। আর তাই-ই বোধহয় ট্রেলার শুরু হয়েছে ওই ছবির দৃশ্য দিয়ে।

জীবন-মৃত্যুর এই গল্পে কে জিতবে, তা জানা যাবে ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ এইবারে পুজোতে কাছের মানুষের মুখোশ খুলবে। গত বছর মহালয়ার দিন এই ছবির ঘোষণা করা হয়েছিল একটি মোশন পিকচার দিয়ে। তাতে দেখানো হয় রেললাইনের ধারে বসে রয়েছেন প্রসেনজিৎ, দেব। সামনে দিয়ে আসছে ট্রেন। কেন দুইজনে রেললাইনে বসে ছিলেন, তা সামনে এল ট্রেলারে। আত্মহত্যা, কিন্তু দেখতে মনে হতে হবে দুর্ঘটনা, সেই কারণেই রেললাইন। রয়েছে আরও জায়গা। কিন্তু জীবন-মৃত্যুর এই খেলায় দেবের চরিত্রটি পারে না আত্যহত্যা করতে। এসে যায় জীবনে ইশা। ট্রেলারে একটি গ্রে শেড রয়েছে প্রসেনজিৎ চরিত্রে। কার মুখোশ খুলবে আসলে ছবিতে?  দেবের চরিত্রটি কি পারবে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের সঙ্গে জীবন-মত্যুর জিততে? কী হবে শেষ পর্যন্ত? নাহ, এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর মাসখানিক।

এই তিন অভিনেতা ছাড়াও ট্রেলারে পাওয়া গেল তুলিকা বসুকে। দেবের মায়ের চরিত্রে তিনি অভিনয় করছেন। এই নিয়ে তিনটে ছবিতে একসঙ্গে কাজ করছেন প্রসেনজিৎ-দেব। এর আগে প্রসেনজিতের সঙ্গে ‘জুলফিকার’, ‘ককপিট’ ছবিতে অভিনয় করেছেন দেব। ‘ককপিট’ ছিল তাঁর প্রযোজিত ছবি। আবার তাঁর প্রযোজনায় কাজ করছেন প্রসেনজিৎ। হ্যাঁ, এই ছবির প্রযোজকও দেব। ইশার সঙ্গেও দ্বিতীয়বার স্ক্রিন ভাগ করছেন দেব। গত বছর তাঁর পুজোর ছবি ছিল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’। সেই ছবিতে তাঁর স্ত্রীর ভুমিকায় অভিনয় করেন ইশা। এবারও তাঁর প্রেমিকার চরিত্রে পাওয়া যাবে।

ছবিতে শহর কলকাতাকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে উত্তর কলকাতার একটা বড় ভূমিকা রয়েছে। সেটা ছবির পোস্টার দেখেই অনুমান করা যাচ্ছে। ইশার সঙ্গে ছবির ট্রেলার মুক্তির দিন জানাতে যে পোস্টার সামনে আসে, তার ক্যাপশনে লেখা ছিল, “উত্তর কলকাতার রক, আমি, তুমি আর আমাদের গল্পটা। “কাছের মানুষ”, ট্রেলার এই ২৬শে”। কথা মতোই আজ এসে গিয়েছে ট্রেলার।