Plastic Cup: দোকানদার দিলেও ভুল করে কাগজ কিংবা প্লাস্টিকের কাপে চা নয়, খেলেই বিপদ ঘনিয়ে আসবে

Side Effects Of Plastic: শ্বাসকষ্ট, অটিজম, স্তন ক্যানসারের মত অসুখ হতে পারে যদি নিয়মিত ভাবে প্লাস্টিকের কাপে চা খান

| Edited By: | Updated on: Mar 09, 2023 | 1:51 PM
আগেকার দিনে চায়ের দোকানে, ঠেকে কাঁচের গ্লাসই ব্যবহার করা হত। কাঁচের গ্লাসে চা খাওয়ার একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এখনও অনেক পুরনো দোকান কিংবা কেবিনে এই কাঁচের গ্লাস ব্যবহার করা হয়।

আগেকার দিনে চায়ের দোকানে, ঠেকে কাঁচের গ্লাসই ব্যবহার করা হত। কাঁচের গ্লাসে চা খাওয়ার একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এখনও অনেক পুরনো দোকান কিংবা কেবিনে এই কাঁচের গ্লাস ব্যবহার করা হয়।

1 / 7
কাঁচের গ্লাস ধুয়ে, মুছে ব্যবহার করার অসুবিধের জন্যই কাগজ কিংবা প্লাস্টিকের কা ব্যবহার করা হয় অনেক দোকানেই। এছাড়াও কাঁচের গ্লাস কোনও রকমে ভেঙে গেলে অনেক ক্ষতি।

কাঁচের গ্লাস ধুয়ে, মুছে ব্যবহার করার অসুবিধের জন্যই কাগজ কিংবা প্লাস্টিকের কা ব্যবহার করা হয় অনেক দোকানেই। এছাড়াও কাঁচের গ্লাস কোনও রকমে ভেঙে গেলে অনেক ক্ষতি।

2 / 7
প্লাস্টিক বা কাগজের কাপের বিশেষ ঝক্কি নেই। যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। শুধু খাওয়ার পর ফেলে দিলেই হবে। আর দামও বিশেষ নয়। তাই চায়ের দোকানে নিত্য নতুন প্লাস্টিক কাপের ব্যবহার বাড়ছে।

প্লাস্টিক বা কাগজের কাপের বিশেষ ঝক্কি নেই। যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। শুধু খাওয়ার পর ফেলে দিলেই হবে। আর দামও বিশেষ নয়। তাই চায়ের দোকানে নিত্য নতুন প্লাস্টিক কাপের ব্যবহার বাড়ছে।

3 / 7
তবে এই কাগজ বা প্লাস্টিক শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। জানতেন? কাগজের কাপে থাকে হাইড্রোফোবিক ফিল্ম নামে এক ধরনের মাইক্রোপ্লাস্টিক। যাতে গরম চা ঢাললেই সেই প্লাস্টিকের কণা কয়েক মিনিটের মধ্যেই মিশে যায় চায়ে। যা একরকমের বিষ। যে কারণে এই কাপে চা খাওয়া ঠিক নয়।

তবে এই কাগজ বা প্লাস্টিক শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। জানতেন? কাগজের কাপে থাকে হাইড্রোফোবিক ফিল্ম নামে এক ধরনের মাইক্রোপ্লাস্টিক। যাতে গরম চা ঢাললেই সেই প্লাস্টিকের কণা কয়েক মিনিটের মধ্যেই মিশে যায় চায়ে। যা একরকমের বিষ। যে কারণে এই কাপে চা খাওয়া ঠিক নয়।

4 / 7
আর এই কাপের ব্যবহার এত বেশি বেড়েছে যে যা রীতিমতো উদ্বেগের। গরম চা প্লাস্টিক কিংবা কাগজের কাপে ঢাললেই সেখান থেকে ক্যানসারের আশঙ্কা থেকে যায়। আমাদের দেশে প্রতি বছরই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

আর এই কাপের ব্যবহার এত বেশি বেড়েছে যে যা রীতিমতো উদ্বেগের। গরম চা প্লাস্টিক কিংবা কাগজের কাপে ঢাললেই সেখান থেকে ক্যানসারের আশঙ্কা থেকে যায়। আমাদের দেশে প্রতি বছরই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

5 / 7
চায়ের কাপ মাইক্রোপ্লাস্টিক দিয়ে তৈরি হয়। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের মুখ্য গবেষকরা তেমনটাই জানিয়েছে। এর মধ্যে থাকে টক্সিক পদার্থ বিসফেনল। যা লিভার ক্যানসারের অন্যতম কারণ। মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ কমিয়ে দেয় এই বিসফেনল।

চায়ের কাপ মাইক্রোপ্লাস্টিক দিয়ে তৈরি হয়। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের মুখ্য গবেষকরা তেমনটাই জানিয়েছে। এর মধ্যে থাকে টক্সিক পদার্থ বিসফেনল। যা লিভার ক্যানসারের অন্যতম কারণ। মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ কমিয়ে দেয় এই বিসফেনল।

6 / 7
এখন অনেক রকম মাটির ভাঁড় পাওয়া যায়। তবে তার তুলনায় প্লাস্টিক সহজলভ্য এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু প্লাস্টিক আমাদের শরীরের জন্য একেবারেই ভাল নয়। বলা যায় রোগ জীবানুর আকড় এই প্লাস্টিক। তাই আজ থেকেই একেবারে বাদ দিন প্লাস্টিকের কাপ।

এখন অনেক রকম মাটির ভাঁড় পাওয়া যায়। তবে তার তুলনায় প্লাস্টিক সহজলভ্য এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু প্লাস্টিক আমাদের শরীরের জন্য একেবারেই ভাল নয়। বলা যায় রোগ জীবানুর আকড় এই প্লাস্টিক। তাই আজ থেকেই একেবারে বাদ দিন প্লাস্টিকের কাপ।

7 / 7
Follow Us: