AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Pakistan War: এবার মহাকাশে যুদ্ধ! আগেভাগেই দশ উপগ্রহ রেখে দিয়েছে ইসরো

প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'এখন আর শুধু প্রথামাফিক জল-স্থল বা আকাশ যুদ্ধ নয়, মহাকাশ ও সাইবার যুদ্ধের জন্য ভারত প্রস্তুত।'

India Pakistan War: এবার মহাকাশে যুদ্ধ! আগেভাগেই দশ উপগ্রহ রেখে দিয়েছে ইসরো
Image Credit: ISRO
| Edited By: | Updated on: May 12, 2025 | 5:52 PM
Share

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে বড় কথা বলে দিলেন ইসরোর চেয়ারম্যান। দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের অন্তত ১০টি স্যাটেলাইট দিনরাত নজরদারি চালিয়ে ভারতের নিরাপত্তা সুনিশ্চিত করছে। পাকিস্তানের বেয়াদপির কথা মাথায় রেখে, শুধু স্থল-জল-আকাশেই নয়, মহাকাশেও যে প্রস্তুত রয়েছে ভারত, ইসরো-র চেয়ারম্যান ভি নারায়ণনের কথা থেকেই সেটা স্পষ্ট।

পাকিস্তানের নাম না করে ইসরো চেয়ারম্যান এই বলেন, ‘আমাদের প্রতিবেশীদের কীর্তির কথা তো আপনারা সকলেই জানেন। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে, উপগ্রহের নজরদারি জরুরি। আমাদের অন্তত ৭০০০ কিলোমিটার সামুদ্রিক এলাকায় নজরদারি চালাতে হয়। পুরো নর্দার্ন পার্টে লাগাতার নজর রাখতে হয়। স্যাটেলাইট ও ড্রোন টেকনোলজি ছাড়া সেটা সম্ভব নয়।’

‘অপারেশন সিঁদুর’ চলাকালীন লাগাতার ভারতের বিরুদ্ধে কুমতলব এঁটে গেছে পাক সেনা। লাগাতার ভারতীয় শহর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়ে গেছে ইসলামাবাদ। টার্গেট করা হয়েছে নিরীহ নাগরিক এমনকী স্কুল পড়ুয়াদেরও। কিন্তু পাকিস্তানের সব অপচেষ্টাকে নাস্তানাবুদ করে দিয়েছে ভারত। তার পিছনে ইসরো-র যে বড় অবদান রয়েছে, সেটা আজ ইসরো চেয়ারম্যানের কথা থেকেই স্পষ্ট। এই প্রসঙ্গে রাজনাথ সিংয়ের একটা মন্তব্যও বড় প্রাসঙ্গিক। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এখন আর শুধু প্রথামাফিক জল-স্থল বা আকাশ যুদ্ধ নয়, মহাকাশ ও সাইবার যুদ্ধের জন্য ভারত প্রস্তুত।’