Shashi Tharoor: দলের অন্দরেই এ কীসের ভয়? বৈঠকে ৭০০-র মধ্যে মাত্র ১২ জনের উপস্থিতিতে প্রশ্ন থারুরের

Congress President Election: আসন্ন কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্যই বিভিন্ন রাজ্যে যাচ্ছেন দুই প্রার্থী। একদিকে প্রবীণ সাংসদ মল্লিকার্জুন খাড়গে যেমন গুজরাটে গিয়েছেন গতকাল, তেমনই শশী থারুর গিয়েছেন তামিলনাড়ুতে।

Shashi Tharoor: দলের অন্দরেই এ কীসের ভয়? বৈঠকে ৭০০-র মধ্যে মাত্র ১২ জনের উপস্থিতিতে প্রশ্ন থারুরের
শশী থারুর। ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 6:34 AM

চেন্নাই: কংগ্রেস সভাপতি হওয়ার জন্য মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সাংসদ শশী থারুর। কিন্তু দলের তরফে পাচ্ছেন না সেরকম সমর্থন। বৃহস্পতিবার তিনি তামিলনাড়ুতে যান নির্বাচনে সমর্থন জোগাড়ের জন্য। ৭০০-রও বেশি কংগ্রেসের প্রতিনিধি, যারা সভাপতি নির্বাচনে ভোট দিতে পারবেন, তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন শশী থারুর। কিন্তু দিনের শেষে দেখা গেল, মাত্র ১২ জন কংগ্রেস কর্মী সাড়া দিয়েছেন থারুরের আমন্ত্রণে। দলের তরফেই এমন শীতল প্রতিক্রিয়া পেয়ে কার্যত মনক্ষুণ্ণ তিরুবনন্তপুরমের সাংসদ।

আসন্ন কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্যই বিভিন্ন রাজ্যে যাচ্ছেন দুই প্রার্থী। একদিকে প্রবীণ সাংসদ মল্লিকার্জুন খাড়গে যেমন গুজরাটে গিয়েছেন গতকাল, তেমনই শশী থারুর গিয়েছেন তামিলনাড়ুতে। সেখানে চেন্নাইয়ে দলের সদর দফতরেই একটি দলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন তিনি। ৭০০-রও বেশি কংগ্রেসের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই বৈঠকে। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলীয় কর্মীদের মন জয়ের জন্যই এই বৈঠকের ডাক দিলেও, ৯০ শতাংশ কর্মীই শশী থারুরের ডাকে সাড়া দেননি। মাত্র ১২ জন বৈঠকে যোগ দেন।

সূত্রের খবর, শশী থারুরের এই বৈঠক এড়িয়ে যাওয়ার পিছনে বড় কারণ হলেন মল্লিকার্জুন খাড়গে। তিনি কংগ্রেসের ‘অফিশিয়াল’ প্রার্থী, যার নাম গান্ধী পরিবারের তরফে মনোনয়ন করা হয়েছে। যদি শশী থারুরের ডাকা বৈঠকে যোগ দেন, তবে সরাসরি দলের অফিশিয়াল প্রার্থীর বিরুদ্ধে যাওয়া প্রমাণিত হবে, এই আশঙ্কাতেই কংগ্রেস কর্মী, যাদের সভাপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে, তারা শশী থারুরের বৈঠক এড়িয়ে যান।

বৈঠকে এত কম সংখ্যক সদস্যের উপস্থিতি নিয়ে শশী থারুরকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “এটা তাদের ক্ষতি যে ওনারা আমার ডাকা  বৈঠকে যোগ দিতে ভয় পাচ্ছেন। আমরা নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনা করতে পারতাম। গান্ধী পরিবারের তরফে তো সাফ জানানো হয়েছে যে তাদের মনোনীত কোনও প্রার্থী নেই। তাই মল্লিকার্জুন খাড়গেকে মনোনীত প্রার্থী ভাবা ভুল।”

উল্লেখ্য, কংগ্রেসের সভাপতি নির্বাচনের কথা ঘোষণার পরই প্রার্থী হিসাবে প্রথম নাম উঠে এসেছিল শশী থারুরের। দলনেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তিনি প্রার্থী হওয়ার অনুমতি নেন।  এদিকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটেরও প্রার্থী হওয়ার কথা থাকলেও, দলের ‘এক ব্যক্তি, এক পদ’-র নিয়ম মেনে গেহলট যদি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন, তবে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দলের অন্দরেই বিরোধ চরমে ওঠে। শেষ অবধি গেহলট ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতেই শেষ মুহূর্তে প্রার্থী হিসাবে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা করা হয়।