Apple Hack row: অ্যাপলের সতর্কতা ভুয়ো, শেষ দেখে ছাড়বে সরকার: অশ্বিনী বৈষ্ণব

Apple Hack row: অ্যাপলের বার্তা পাওয়ার পরই যেভাবে বিরোধী সাংসদরা সরকারের দিকে আঙুল তুলতে শুরু করেছেন, তার কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী। তাঁর মতে, এই নেতারা দেশের উন্নতি চান না। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শুধু ভারতেই যে অ্যাপল এই ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে, তা নয়। সব মিলিয়ে ১৫০টি দেশে এই পরামর্শ জারি করা হয়েছে এই তথ্য প্রযুক্তি সংস্থার পক্ষ থেকে।

Apple Hack row: অ্যাপলের সতর্কতা ভুয়ো, শেষ দেখে ছাড়বে সরকার: অশ্বিনী বৈষ্ণব
সাংবাদিক বৈঠকে অশ্বিনী বৈষ্ণবImage Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 4:05 PM

নয়া দিল্লি: রাষ্ট্রীয় মদতপূষ্ট হ্যাকাররা তাদের আইফোন হ্যাক করার চেষ্টা করছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) অ্য়াপল সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা পেয়েছেন বলে, জানিয়েছেন বেশ কয়েকজন বিরোধী সাংসদ ও নেতা। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন বলে জানালেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, “ভারত সরকার সমস্ত নাগরিকদের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই বিজ্ঞপ্তিগুলির শেষ দেখার জন্য তদন্ত করা হবে।” অ্যাপলের সতর্কবার্তা ভুয়ো বলে দাবি করেছেন তিনি। এই বার্তা পাওয়ার পরই যেভাবে বিরোধী সাংসদরা সরকারের দিকে আঙুল তুলতে শুরু করেছেন, তার কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী। তাঁর মতে, এই নেতারা দেশের উন্নতি চান না। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শুধু ভারতেই যে অ্যাপল এই ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে, তা নয়। সব মিলিয়ে ১৫০টি দেশে এই পরামর্শ জারি করা হয়েছে এই তথ্য প্রযুক্তি সংস্থার পক্ষ থেকে।

এদিন, শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, আপ সংসদ রাঘব চাড্ডা, কংগ্রেস সাংসদ শশী থারুর, কংগ্রেস নেতা পবন খেরা-সহ বেশ কয়েকজন বিরোধী নেতা জানান, অ্যাপল সংস্থার কাছ থেকে তাঁরা সতর্কবার্তা পেয়েছেন যে, তাঁদের আইফোন এবং ইমেইল হ্যাক করার চেষ্টা করতে পারে রাষ্ট্রের মদতপুষ্ট হ্যাকাররা। রাহুল গান্ধী এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেন,আদানি ইস্যু নিয়ে প্রশ্ন করতেই সরকারের পক্ষ থেকে আড়ি পাতা শুরু হয়েছে। মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে লিখেছিলেন, এই গোপনীয়তার লঙ্ঘন নিয়ে তাঁর উদ্বিগ্ন হওয়া উচিত।

এরপরই বেশ কয়েকটি টুইট করে এই অভিযোগের জবাব দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। সাংবাদিক বৈঠকও করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “কয়েকজন সাংসদ অ্যাপলের কাছ থেকে সতর্কতা পাওয়ার অভিযোগ করেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, সরকার এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন। অ্যাপল প্রায় ১৫০টি দেশের মানুষকে এই সতর্কবার্তা পাঠিয়েছে। অ্যাপল স্পষ্ট জানিয়েছে, তাদের ফোন কেউ হ্যাক করতে পারবে না। ঘটনাটি প্রযুক্তি সংক্রান্ত। তাই, কয়েকটি কেন্দ্রীয় প্রযুক্তি সংস্থা এবং তদন্তকারী সংস্থাকে বিষয়টির তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, যারা এর জন্য সরকারের দিকে আঙুল তুলছেন, তাঁরা শুধু রাজনীতি করতে চান। দেশের উন্নতি তারা দেখতে চান না।”

তিনি আরও দাবি করেন, এই বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে তথ্য প্রকাশ করা হয়েছে, তার অধিকাংশই সম্ভবত ভুয়ো এবং অনির্দিষ্ট। তিনি বলেন, “অ্যাপলের পাঠানো ইমেইল থেকে বোঝা যায়, তাদের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই। তারা অনুমানের ভিত্তিতে এই সতর্কবার্তা পাঠিয়েছে। এটা ভুয়ো। অ্যাপল স্পষ্টত জানিয়েছে, সমালোচনার জন্য যারা সমালোচনা করছেন, তাদের অভিযোগ সত্য নয়। ১৫০টি দেশের মানুষের কাছে এই ধরনের পরামর্শ পাঠানো হয়েছে। যারা দেশের উন্নয়ন চায় না, তারাই এই ধ্বংসাত্মক রাজনীতি করছে। অ্যাপল বলে এই বিজ্ঞপ্তিগুলি যে তথ্যের উপর ভিত্তি করে আসে, তা অসম্পূর্ণ অথবা তাতে ভুল-ত্রুটি থাকে। তারা আরও বলে, অনেক সময়ই অ্যাপলের এই বিজ্ঞপ্তিগুলি ভুলবশত আসে।”