Balasore Train Accident: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় কত টাকা ক্ষতি হল? প্রাথমিক হিসেব করে জানাল রেল

Railway Ministry: দুর্ঘটনার জেরে কার্যত উপড়ে গিয়েছে রেল লাইন। নতুন করে এই রেললাইন পাততে হবে। এই লাইন পাতার জন্য খরচ হবে আনুমানিক ২ কোটি টাকা। 

Balasore Train Accident: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় কত টাকা ক্ষতি হল? প্রাথমিক হিসেব করে জানাল রেল
বালেশ্বরের দুর্ঘটনাস্থল। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2023 | 11:50 AM

ভুবনেশ্বর: ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ট্রেনের কামরা। টিনের কৌটোর মতো সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে একাধিক কামরা। শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে পরপর তিনটি ট্রেন দুর্ঘটনা ঘটে, মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আপ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে মালগাড়ির ছাদের উপরে উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন ও কামরা। লাইনচ্যুত হয় ২১টি কামরা। দুর্ঘটনাস্থলের ছবি দেখেই আন্দাজ করা গিয়েছিল যে দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট তৈরি করা হল। জানা গিয়েছে, শুক্রবারের দুর্ঘটনায় ২৩ কোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রেল মন্ত্রকের তৈরি প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আনুমানিক প্রায় ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্য়ে দুটি এলএইচবি কোচ ট্রেনের ক্ষতির আনুমানিক পরিমাণ ১৫ থেকে ১৬ কোটি টাকা। করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে যে মালগাড়িটির সংঘর্ষ হয়েছে, তাতে ৩ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

দুর্ঘটনার জেরে কার্যত উপড়ে গিয়েছে রেল লাইন। নতুন করে এই রেললাইন পাততে হবে। এই লাইন পাতার জন্য খরচ হবে আনুমানিক ২ কোটি টাকা।

শুক্রবারের দুর্ঘটনার জেরে বিগত দেড়দিন ধরে বন্ধ রয়েছে ওই রুটের রেল চলাচল। আগামী বুধবারের আগে ট্রেন পরিষেবা চালু হবে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব। ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে।