Bird Flu: ফের আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু, এই রোগের উপসর্গ জানুন
Bird flu symptoms: মূলত, পোলট্রি ফার্মে যাঁরা কাজ করেন এবং মুরগির মাংস বিক্রি করেন, তাঁদের প্রাথমিকভাবে বার্ড ফ্লু-তে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। আর একজন সংক্রমিত হলে তাঁর সংস্পর্শে আসা অন্য ব্যক্তিও সংক্রমিত হতে পারে। সাধারণত হাত থেকে সংক্রমণ ছড়ায়। বার্ড ফ্লু-র উপসর্গ দেখা দিলে প্রথমেই নিজেকে সকলের থেকে আলাদা করে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
হায়দরাবাদ: ফের আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু। অন্ধ্র প্রদেশের নেল্লোড় জেলার দুটি গ্রামে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়েছে বার্ড ফ্লু (Bird flu)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, লোকজনের বাস রয়েছে এমন এলাকার ১ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত আগামী তিন মাস মুরগির মাংস বিক্রির দোকান বন্ধ থাকার নির্দেশিকা জারি করেছে পুলিশ-প্রশাসন। এছাড়া ১০ কিলোমিটার পর্যন্ত এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আগামী তিনদিন এই এলাকার মুরগির মাংসের দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছেন নেল্লোর জেলার পশুপালন দফতরের যুগ্ম অধিকর্তা বি মহেশ্বরুদু। হাই অ্যালার্ট জারি করা হয়েছে নেল্লোরে। সংলগ্ন জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, নেল্লোর জেলার পুধালাকুরু, কোভুরু এবং সাইদাপুরম এলাকায় গত ৩ মাসে বার্ড ফ্লু-র সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে। প্রায় ১০ হাজার মুরগির মৃত্যু হয়েছে। জেলার পশুপালন দফতরের যুগ্ম অধিকর্তা বলেন, পোলট্রিগুলি থেকেই সংক্রমণ বাড়ছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পোলট্রিগুলি আপাতত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ১৫ দিনের জন্য মুরগি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বার্ড ফ্লু-কে চিকিৎসা ভাষায় বলা হয়, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। H5N1 ভাইরাস থেকেই এই রোগ ছড়ায়। মূলত, পাখিদের মধ্যেই এই রোগ ছড়ায়। তবে পাখির সংস্পর্শে আসা পশু এমনকি মানুষের মধ্যেও ছড়াতে পারে সংক্রমণ।
মানুষের দেহে বার্ড ফ্লু সংক্রমণের উপসর্গ
বার্ড ফ্লু মানবশরীরে সংক্রণ ছড়ালে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, পেশিতে ব্যথা হয়। অনেক সময় এগুলির সঙ্গে শ্বাসকষ্টও হয়। যথাযথ চিকিৎসা না হলে ধীরে-ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যাবে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।
কীভাবে বার্ড ফ্লু মানবশরীরে ছড়ায়?
মূলত, পোলট্রি ফার্মে যাঁরা কাজ করেন এবং মুরগির মাংস বিক্রি করেন, তাঁদের প্রাথমিকভাবে বার্ড ফ্লু-তে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। আর একজন সংক্রমিত হলে তাঁর সংস্পর্শে আসা অন্য ব্যক্তিও সংক্রমিত হতে পারে। সাধারণত হাত থেকে সংক্রমণ ছড়ায়।
বার্ড ফ্লু-র চিকিৎসা
বার্ড ফ্লু-র উপসর্গ দেখা দিলে প্রথমেই নিজেকে সকলের থেকে আলাদা করে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক চিকিৎসায় নিরাময় না হলে হাসপাতালে ভর্তি হয়ে যথাযথ চিকিৎসা নেওয়া জরুরি।