Indrani Mukerjea: মায়ের সঙ্গে থাকতে চান কন্যা হত্যার দায়ে অভিযুক্ত ইন্দ্রাণীর মেয়ে, আদালত বলল ‘না’
Indrani Mukerjea: সিবিআই আদালত বিধি মুখোপাধ্য়ায়ের আবেদন প্রত্যাখ্যান করে বলেছে, ফৌজদারি আইনের অধীনে, অভিযুক্তের সঙ্গে সাক্ষীর থে বসবাসের জন্য আবেদন করার কোনও বিধান নেই। বিধি তার মা ইন্দ্রানীর বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী।
মুম্বই: নিজের মেয়ে শিনা বোরাকে হত্যার দায়ে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় বর্তমানে জামিনে মুক্ত। কিন্তু, অন্য মেয়ে বিধি মুখোপাধ্যায়ের তাঁর সঙ্গে থাকতে চান। তবে, তাঁদের একসঙ্গে থাকার অনুমতি দিল না মুম্বইয়ের এক বিশেষ সিবিআই আদালত। বিধি মুখোপাধ্যায় গত কয়েক বছর বিদেশে ছিলেন। গত ১ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে আসেন। এর পর তিনি মুম্বইয়ে তাঁর মা ইন্দ্রানীর সঙ্গে থাকার জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু বুধবার (৭ সেপ্টেম্বর), বিশেষ সিবিআই আদালতে সেই আবেদন খারিজ করে দিয়েছে।
এদিন, বিধির আবেদনের বিরোধিতা করে আদালতে সিবিআই বলে, “বিধি মুখোপাধ্যায়কে সরকারের পক্ষ থেকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাঁকে এখনও পর্যন্ত পরীক্ষা করা হয়নি।” এরপরই বিশেষ সিবিআই বিচারক এসপি নায়েক নিম্বালকার, বিদ্যার আবেদন প্রত্যাখ্যান করে বলেন “ফৌজদারি আইনের অধীনে, অভিযুক্তের সঙ্গে সাক্ষী বসবাসের জন্য আবেদন করতে পারেন এমন কোনও বিধান নেই।” আদালত আরও বলেছে যে ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট জামিনের যে শর্তগুলি দিয়েছিল, তার মধ্যে একটি ছিল, সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। তবে, বিশেষ সিবিআই আদালতের আদেশকে বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারেন বিধি মুখোপাধ্যায়, এমনও জানিয়েছেন বিচারক এসপি নায়েক নিম্বালকার।
বিধির আবেদনে বলা হয়েছিল, তিনি বেশ কয়েক বছর ধরে বিদেশে বসবাস করছেন। ইন্দ্রাণীর গ্রেফতারের দিন থেকে তিনি তাঁর মায়ের সাহচর্য, ভালবাসা এবং উষ্ণতা থেকে বঞ্চিত হয়েছেন। গত সাত বছর ধরে তিনি মাকে কাছে পাননি। এতে তাঁর মানসিক সুস্থতা গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। বিধির পক্ষে এই দূরত্বের মোকাবিলা করা অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে। তাই তিনি যখন ইচ্ছা তাঁর মায়ের সঙ্গে অবাধে যোগাযোগ করতে এবং বসবাস করতে চান। এছাড়া, ইন্দ্রাণী মুখোপাধ্যায় অপরিবর্তনীয় সেরিব্রাল ইস্কিমিয়ায় ভুগছেন। তাঁকে যথাযথ ব্যক্তিগত চিকিৎসা ও যত্ন দিতে চান বিধি। তিনি ছাড়া, মুম্বইয়ে ইন্দ্রানীর আর কোন আত্মীয় নেই।