Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayodhya Ram Temple: কেমন দেখতে লাগছে রাম মন্দিরের অন্দরমহল, দেখুন ছবি

১২ জুন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল, মন্দিরের এক তলার কাজ শেষ পর্যায়ে রয়েছে। মন্দিরের ভিতর বিভিন্ন স্থাপত্যের নকশা তৈরির কাজ চলছে। এবং অক্টোবর মাসের মধ্যে তা সম্পূর্ণ হবে বলে আশা। মন্দির কর্তৃপক্ষের নিযুক্ত কর্মীরা রোজ মন্দির নির্মাণের কাজের পর্যবেক্ষণ করেছেন।

Ayodhya Ram Temple: কেমন দেখতে লাগছে রাম মন্দিরের অন্দরমহল, দেখুন ছবি
রাম মন্দিরের অন্দরমহল
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2024 | 4:12 PM

অযোধ্যা: উত্তর প্রদেশের অযোধ্যায় জোরকদমে চলছে রাম মন্দিরের নির্মাণ কাজ। সেই মন্দিরে থাকবে প্রচুর দরজা-জানলা। সেই সব দরজা-জানলা আক্ষরিক অর্থেই বিশেষ ভাবে তৈরি। সেই সব তৈরিক কাজ সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হবে। রাম মন্দিরের নির্মাণ কাজের ছবি টুইটারে শেয়ার করেছেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই। সেই ছবি শেয়ার করেই এই তথ্য জানিয়েছেন তিনি।

চম্পত রাইয়ের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, রাম মন্দিরের করিডরের নকশা। তার পাশে থাকা জানলা দরজার নকশা। মন্দির তৈরির কাজ শেষ হওয়ার আগের এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। মন্দির তৈরির পর তা কত মনোমুগ্ধকর হবে, তার আন্দাজের চেষ্টা চালাচ্ছেন নেটিজেনরা।

১২ জুন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল, মন্দিরের এক তলার কাজ শেষ পর্যায়ে রয়েছে। মন্দিরের ভিতর বিভিন্ন স্থাপত্যের নকশা তৈরির কাজ চলছে। এবং অক্টোবর মাসের মধ্যে তা সম্পূর্ণ হবে বলে আশা। মন্দির কর্তৃপক্ষের নিযুক্ত কর্মীরা রোজ মন্দির নির্মাণের কাজের পর্যবেক্ষণ করেছেন। সেই মতো তাঁরা রিপোর্ট জমা দেন মন্দির কর্তৃপক্ষকে। মন্দির তৈরির পর্যবেক্ষণে জড়িত এক অফিসার জানিয়েছেন, মন্দিরের ভিতরে যেখানে রামের মূর্তি থাকবে সেখানে রয়েছে প্রায় ৩৯২টি পিলার এবং সেগুন কাঠের তৈরি ৪৬টি দরজা। ২০২০ সালের ৫ অগস্ট রামন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদী। ২০২৪ সালের শুরুতেই সেই মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।