Sonia Gandhi-Ashok Gehlot: জল্পনার মাঝেই সাক্ষাৎ সনিয়া-অশোক গেহলটের, দলনেত্রীর ‘বিশেষ অনুরোধ’ কি রাখবেন মুখ্যমন্ত্রী?
Sonia Gandhi-Ashok Gehlot: আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যেই কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন করা হবে। রাহুল গান্ধীকেই ফের একবার এই দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করা হলেও, তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে আর সভাপতি হবেন না তিনি।
নয়া দিল্লি: দীর্ঘ সময় ধরে টালবাহানা চলেছে, অবশেষে নেতা ও কর্মীদের দাবি মেনেই নতুন সভাপতি নির্বাচন করা নিয়ে মনস্থির করেছে কংগ্রেস। কিন্তু দলের জাতীয় সভাপতি আর হতে চান না রাহুল গান্ধী। শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব ছাড়তে চাইছেন সনিয়া গান্ধীও। এই পরিস্থিতিতে নতুন সভাপতি কে হবেন, তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য সভাপতি হিসাবে যাদের নাম সামনে উঠে আসছে, তাদের মধ্যে অন্যতম হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মঙ্গলবার সেই জল্পনাই আরও জোরাল হল সনিয়া গান্ধীর সঙ্গে গেহলটের বৈঠকে। সূত্রের খবর, অশোক গেহলটকেই দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে বলেছেন দলনেত্রী।
আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যেই কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন করা হবে। রাহুল গান্ধীকেই ফের একবার এই দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করা হলেও, তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে আর সভাপতি হবেন না তিনি। অন্যদিকে, বয়সজনিত কারণে সনিয়া গান্ধীও এই দায়িত্ব গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। ১৯৯৬ সালের পর ফের একবার অ-গান্ধী মুখই সভাপতি হতে চলেছে বলে জল্পনা। গান্ধী পরিবারের অত্যন্ত বিশ্বাসভাজন হিসাবেই পরিচিত অশোক গেহলট। সেই কারণেই তাঁর নাম সভাপতি হিসাবে উঠে এসেছে।
সূত্রের খবর, মঙ্গলবার সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন অশোক গেহলট। সেখানেই তাঁকে সভাপতি হওয়ার জন্য অনুরোধ করেন সনিয়া গান্ধী। তবে অশোক গেহলট এখনও নিজের পুরনো দাবিতেই টিকে রয়েছেন বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, দলের সকলেরই মত রাহুল গান্ধীই যেন সভাপতি হন। বৈঠক শেষে দিল্লি ছাড়ার পথেও তিনি বিমানবন্দরে বলেন, “আমি বারংবার বলেছি যে কংগ্রেস তখনই পুনর্জ্জীবিত হবে যদি রাহুল গান্ধীজী দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। উনি না থাকলে সাধারণ মানুষ মানুষ আশাহত হবে এবং তারা যদি বাড়িতে বসে যান, তবে দল দুর্বল হয়ে যাবে। সকলের অনুভূতির সম্মান রেখে রাহুল গান্ধীজীরই দায়িত্ব গ্রহণ করা উচিত।”