Rajani Patil: রাজ্যসভার ভিডিয়ো তুলে টুইট, কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন জগদীপ ধনখড়

Rajani Patil suspended from Rajya Sabha: শুক্রবার (১০ ফেব্রুয়ারি), সংসদে অনুপযুক্ত আচরণের দায়ে, চলতি বাজেট অধিবেশনে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল কংগ্রেস সাংসদ রজনী অশোকরাও পাতিলকে।

Rajani Patil: রাজ্যসভার ভিডিয়ো তুলে টুইট, কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন জগদীপ ধনখড়
জগদীপ ঝনখড় এবং রজনী পাতিল
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 7:48 PM

নয়া দিল্লি: শুক্রবার (১০ ফেব্রুয়ারি), সংসদে অনুপযুক্ত আচরণের দায়ে, চলতি বাজেট অধিবেশনে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল কংগ্রেস সাংসদ রজনী অশোকরাও পাতিলকে। বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ চলাকালীন বিরোধী সাংসদরা ওয়েলে নেমে স্লোগান দিচ্ছিলেন। রজনী অশোকরাও পাতিল রাজ্যসভার ভিতর থেকেই সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করে টুইট করেছিলেন। বিষয়টি মোটেই ভালভাবে নেননি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাজ্যসভার কর্মকাণ্ড ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার দায়ে এদিন সাসপেন্ড করা হয় কংগ্রেস সাংসদকে।

এদিন রজনী পাতিলকে সাসপেন্ড করার সময়, জগদীপ ধনখড় বলেন, “গতকাল পাবলিক ডোমেনে, টুইটারে, এই কক্ষের কার্যপ্রণালী সম্পর্কিত একটি ভিডিয়োর প্রচার করা হয়েছে। রজনী অশোকরাও পাতিল এই অস্বস্তিকর কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আমি এই ঘটনাটিকে গুরুতর ঘটনা হিসেবেই দেখেছি এবং প্রয়োজনীয় সবকিছু করেছি। নীতিগত দিক থেকে এবং সংসদের পবিত্রতা রক্ষার জন্য বাইরের কোনও সংস্থার সহায়তা নেওয়া যাবে না। এক সংসদীয় বিশেষাধিকার কমিটি এই বিষয়টির তদন্ত করবে। সেই কমিটি তাদের রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত রজনী পাতিল সাসপেন্ড থাকবেন।” এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার আগে, রাজ্যসভার কর্মকাণ্ড ভিডিয়ো রেকর্ড করার বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের মতামত গ্রহণ করেন জগদীপ ধনখড়।

রাজ্যসভা থেকে সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পর রজনী পাটিল বলেন, “আমরা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব বারবার থামিয়ে দিয়েছি। এর জন্য ওরা ভয় পেয়ে গিয়েছে। এটা (তাঁকে সাসপেন্ড করা) তাদের তৈরি কর্মসূচি। আমি এরকম (রাজ্যসভার কর্মকাণ্ড রেকর্ড করা) কিছুই করিনি। কিন্তু, আমি কিছু না করা সত্ত্বেও আমাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। আমি স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে এসেছি। আমার সংস্কৃতি আমায় কোনওদিন আইন লঙ্ঘন করার শিক্ষা দেয়নি।”

বৃহস্পতিবার, রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তব্যের প্রেক্ষিতে ধন্যবাদ প্রস্তাবের জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভাষণ দেওয়া শুরু করতেই বিরোধীরা আদানী ইস্যুতে স্লোগান দিতে থাকেন। যতক্ষণ প্রধানমন্ত্রী বলেছেন, ততক্ষণ ধরে ‘মোদী-আদানি ভাই ভাই’, ‘মোদী সরকার শরম কারো’, ‘উই ওয়ান্ট জেপিসি’র মতো স্লোগান চলতে থাকে। তার মধ্যেই নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। বিরোধীদের উদ্দেশ্যে মোদী বলেন, তারা যতই কাদা ছুড়বে, ততই বেশি বেশি করে পদ্ম ফুটবে।