Corona, Omicron Cases West Bengal Live: সোমবার থেকে ১৫-১৮ বছর বয়সীদের কোভিডের দ্বিতীয় টিকা
WB Covid Cases Live Updates: কেরলে, উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা বাড়ায় আরও কঠোর বিধিনিষেধ জারি করা হচ্ছে।
দেশে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ। ওমিক্রনের দাপটে গতবছরের শেষভাগ থেকেই সংক্রমণের যে উর্ধ্বমুখী হার দেখা গিয়েছিল, তা বর্তমানে একটি সমান্তরাল রেখায় পরিণত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার জন। এদিকে যে রাজ্যগুলিতে সংক্রমণ কমছে, যেমন দিল্লি, রাজস্থানে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। অন্য়দিকে, কেরলে, উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা বাড়ায় আরও কঠোর বিধিনিষেধ জারি করা হচ্ছে। করোনা ও ওমিক্রন সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে–
LIVE NEWS & UPDATES
-
কাতারে ৫-১১ বছর বয়সীদের জন্য অনুমোদন ফাইজারের টিকার
কাতারে ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক (Pfizer-BioNTech ) কোভিড-১৯ টিকা অনুমোদন পেল। কাতার স্বাস্থ্য মন্ত্রক আজ এই অনুমোদ দেওয়ার বিষয়ে জানিয়েছেন।
-
সোমবার থেকে ১৫-১৮ বছর বয়সীদের কোভিডের দ্বিতীয় টিকা
১৫ থেকে ১৮ বছর বয়সী সুবিধাভোগীরা সোমবার থেকে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় পেতে শুরু করবে। ওমিক্রন আতঙ্কের মধ্যে ৩ জানুয়ারি থেকে দেশে ১৫-১৮ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ শুরু হয়েছিল।
-
-
যুক্তরাজ্য ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকাকরণ
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) রবিবার ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকাকরণের কর্মসূচি গ্রহণ করল। যেসব শিশুরা ডায়াবেটিস, ইমিউনোসাপ্রেশন, শেখার অক্ষমতা এবং অন্যান্য গুরুতর অবস্থার শিকার তাদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে। কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে তাঁদের অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত।
-
নিওকোভ নিয়ে কোনও ভয় নেই
একেই করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ হার বাড়াচ্ছে, তারমধ্যে করোনার নতুন নিওকোভ ভ্যারিয়েন্ট নিয়ে চর্চা শুরু হয়েছিল। চিনের গবেষকরা জানিয়েছিলেন এই ভ্যারিয়েন্ট মনুষ্যজাাতির জন্য ভয়াবহ হতে পারে। তবে স্বাস্থ্য দফতের এই আধিকারিক জানিয়েছেন, সাধারণত নিওকোভ যে আকারে থাকে তাই নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।
-
বেজিংয়ে শীর্ষে করোনা সংক্রমণ
বিগত দেড় বছরের রেকর্ড ছাপিয়ে বেজিংয়ে করোনা আক্রান্তের সংখ্যা শীর্ষে পৌঁছল। ২০২০ সালের জুন মাসের পর থেকে বেজিংয়ে এত সংখ্যক রোগীকে করোনা আক্রান্ত হতে দেখা যায়নি। আর পাঁচদিন পরেই বেজিংয়ে বসতে চলেছে শীতকালীন অলিম্পিকের আসর। করোনা সংক্রমণ রোধে কঠোর কোভিড বিধি, সীমন্ত সীল করার পাশাপাশি একাধিক পদক্ষেপ নেওয়া হল রোধ করা যায়নি সংক্রমণ। অলিম্পিকের আগেই এই সংক্রমণের হারে উদ্বিগ্ন প্রশাসন।
-
-
এবার কি ওমিক্রনের বংশধর বাড়াবে সংক্রমণ!
করোনার নয়া ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে এখনও বিশ্বজুড়ে ভয়ের পরিবেশ রয়েছে। কারণ বিশেষজ্ঞদের মতে করোনার এই ভ্যারিয়েন্ট অন্যান্য গুলির তুলনায় অনেক বেশি সংক্রমক। এবার উদ্বেগ বাড়াতে পারে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BA.2। অনেকের আশঙ্কা ওমিক্রনের তুলনায় অনেক বেশি সংক্রমক এই সাব ভ্যারিয়েন্ট। ব্রিটেনে করোনায় আক্রান্ত প্রতি ৩০ জনের মধ্যে ১ জন এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত বলেই জানা গিয়েছে।
-
বাগে আসছে না দক্ষিণের রাজ্য়গুলির সংক্রমণ
দক্ষিণ ভারতের মধ্যে কেরলে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮১২ জন, মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৪৪৭। কর্নাটকেও গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৩৭ জন। রাজ্যে দৈনিক মৃতের সংখ্যাও ৩০ থেকে ৫০-এ বেড়ে দাড়িয়েছে।
-
দিল্লিতে একদিনেই করোনায় মৃত্যু ২৮ জনের
রাজধানী দিল্লিতে দৈনিক সংক্রমণ এখনও ৪ হাজারের গণ্ডিতেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৪৮৩ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের। রাজ্যে সংক্রমণের হার ৭.৪১ শতাংশ।
-
মহারাষ্ট্রে সামান্য বাড়ল সংক্রমণ
সপ্তাহ শেষে মহারাষ্ট্রে সামান্য হলেও বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯৭১ জন। এরমধ্যে ৮৫ জন ওমিক্রনে আক্রান্ত। বিগত একদিনে মহারাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬২ জনের। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানান, তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিয়ে সংক্রমণ নিম্নমুখী হতে শুরু করেছে।
-
দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্কই সম্পূর্ণ টিকাপ্রাপ্ত
বর্তমানে দেশের টিকাকরণ ১৬৫ কোটির গণ্ডি পার করেছে। দেশের প্রাপ্তবয়স্কদের ৭৫ শতাংশ জনগণই করোনা টিকার দুটি ডোজ় পেয়ে গিয়েছেন। এদিন সকালেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে এ কথা জানান। টুইটে শুভেচ্ছাবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
-
দেশে কমল সক্রিয় রোগীর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হ.উঠেছেন ৩ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৮৭ লক্ষ ১৩ হাজার ৪৯৪-এ। কমেছে দেশের সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৩৭। দেশের মোট আক্রান্তের ৪.৯১ শতাংশ।
-
উদ্বেগ বাড়ছে দেশের মৃত্যুহার নিয়ে
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে নিম্নমুখী হলেও, উদ্বেগ বাড়ছে মৃত্যু হার নিয়ে। দেশে যেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন, সেখানেই একদিনে সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। গতকাল এই সংখ্যাটি ছিল ৮৭১। অন্যদিকে, সংক্রমণের হারও সামান্য বৃদ্ধি পেয়ে ১৪.৫০ শতাংশে পৌছেছে। সাপ্তাহিক সংক্রমণের হার ১৬.৪০ শতাংশ।
-
করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রীর
সামনেই বিধানসভা নির্বাচন, এদিকে রাজ্য়ে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ।
-
টিকাকরণের গতির প্রশংসা প্রধানমন্ত্রীর
এদিনের মন কি বাত অনুষ্ঠানে দেশের করোনা পরিস্থিতি ও টিকাকরণ কর্মসূচি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, করোনার নতুন ঢেউয়ের সঙ্গে দারুণ সাফল্য়ের সঙ্গে লড়াই করেছে দেশ। ১৫ থেকে ১৮ বছর বয়সীরাও যেভাবে এগিয়ে এসে টিকা গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। তিনি বলেন, “এটা গর্বের বিষয় যে প্রায় সাড়ে চার কোটি কিশের-কিশোরী ইতিমধ্য়েই করোনা টিকা নিয়েছে। আনমাদের দেশে তৈরি ভ্যাকসিনের উপর সাধারণ মানুষের যে ভরসাই শক্তি জোগায়। বর্তমানে দেশে করোনা সংক্রমণও কমছে। এটা ইতিবাচক সংকেত।”
-
দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ
দেশে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লক্ষ ৩৪ হাজার জন, যা গতকালের তুলনায় সামান্য কম। অন্যদিকে দেশে সংক্রমণের হার কিছুটা বেড়েছে। গতকালে যেখানে সংক্রমণের হার ছিল ১৩.৩৯ শতাংশ, আজ তা বেড়ে ১৪.৫০ শতাংশে বেড়ে দাঁড়িয়েছে।
-
কেরলে ফের ৫০ হাজারের গণ্ডি পার দৈনিক সংক্রমণে
কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কেরলের করোনা সংক্রমণ। ফের দৈনিক সংক্রমণ ৫০ হাজারের গণ্ডি পার করল। একদিনেই আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮১২ জন। রবিবার রাজ্যজুড়ে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।
-
সপ্তাহ শেষে কার্ফু উঠল রাজস্থানে
রাজস্থানে করোনা সংক্রমণ কিছুটা কমলেই শিথিল করা হল বিধিনিষেধ। প্রশাসনের তরফে সপ্তাহ শেষে কার্ফু তুলে নেওয়া হল।
-
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অবধি স্কুল বন্ধ উত্তর প্রদেশে
ভোটমুখী উত্তর প্রদেশে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। সেই কারণেই আগামী ৬ ফেব্রুয়ারি অবধি রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।
Published On - Jan 30,2022 9:03 AM